ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ

দ্বৈরথে মুখোমুখি বাংলাদেশ-ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
দ্বৈরথে মুখোমুখি বাংলাদেশ-ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: সিলেটে চলমান সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে এ বৃহস্পতিবার টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী ভারতের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে লাল-সবুজের জার্সিধারীরা।

সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে। তবে এই ম্যাচের আগে দুই দলই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।
 
তবে ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধের একটি সুযোগ করে দিয়েছে। কারণ ২০১৩ সালের এই আসরে বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচে ভারত হারিয়েছিল ২-০ গোলে। তাই এবার নিজেদেরে মাটিত ভারতকে হারিয়ে প্রতিশোধের মোক্ষম সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।  

তবে শক্তির বিচারে খানিকটা এগিয়ে সফরকারী দলটি। কারণ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভারত। আর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ৪-০ গোলে। গোল গড়ে খানিকটা এগিয়ে ভারত। ফলে এ ম্যাচে ভারত ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। তবে এক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে জয়ের কোন বিকল্প নেই লাল-সবুজের জার্সিধারীদের।

বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে আমরা কয়েকটি সহজ গোল মিস করেছি। ফিনিশিংটা আমাদের ভালো হয়নি। তবে ভুলগুলো শুধরে ভারতের বিপক্ষে আরো ভালো করাই আমাদের লক্ষ্য। সব দলের প্রতি সম্মান রয়েছে আমাদের। সবার প্রতি সম্মান রেখেই বলছি,  আমি মনে করি আমরাই ফেভারিট। সামনে যে দলই পড়ুক না কেন আমরা লড়াই করব। ছাড় দেবো না একবিন্দুও। ’

তিনি আরো বলেন,‘সিলেটের দর্শকরা পুরোটা সময় আমাদের যে রকম সমর্থন দিয়ে গেছেন, তা অতুলনীয়। তাদের সমর্থনের কারণেই আমরা শ্রীলঙ্কার বিপক্ষে এত ভালো খেলতে পেরেছি। ভারতের বিপক্ষেও এ সমর্থন আমাদের কাজে লাগবে। ’

বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন জানালেন, ‘টুর্নামেন্টে কোনো দলকেই আমরা সহজভাবে নিচ্ছি না। ভারত বর্তমান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী দল। তবে আমরা অনেক আত্মবিশ্বাসী। যে কাউকেই হারানো ক্ষমতা রাখি আমরা। ’

আর ভারতের কোচ বিথান সিং ম্যাচ সম্পর্কে বলেন, 'প্রতিপক্ষের প্রতি আমাদের সমীহ আছে। কিন্তু আমরা খেলার জন্য প্রস্তুত। সবকিছু ভালোভাবে হয়েছে। দলের সদস্যরা আত্মবিশ্বাসী। দলের কোন খেলোয়াড়ের কথা আলাদাভাবে বলতে চাইনা। সবাই ভালো। প্রতিটি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব দলই আমাদের কাছে সমান। '

আর ভারতে অধিনায়ক প্রভুষ্কান সিং গিলি জানালেন,  'লড়াইয়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। স্বাগতিক দল, দর্শক সমর্থন বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা।   শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচ দেখেছি। যথেষ্ট শক্তিশালী দল মনে হয়েছে বাংলাদেশকে। '

শুক্রবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। প্রথম রাউন্ড শেষে সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট প্রথম সেমিফাইনাল এবং ১৭ আগস্ট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট।

বাংলাদেশ সময় ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।