ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ের লক্ষে মাঠে নামছে শেখ জামাল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৫
জয়ের লক্ষে মাঠে নামছে শেখ জামাল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দুই বারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এএফসি কাপ মিশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জামালের প্রতিপক্ষ বেনফিকা ডি ম্যাকাও ক্লাব।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামছে দুই দল।

প্রথম ম্যাচে জয় দিয়েই মিশনটা শুরু করতে চান জামালের কোচ জোসেফ আফুসি। এবারের মৌসুমের প্রিমিয়ার দুই ম্যাচ বাকি থাকতেই লিগের শিরোপা নিজেদের করে নেয় জামাল। ফলে গত ৭ আগস্ট এএফসি কাপে অংশ নিতে কিরগিজস্তান চলে যায় দলটি।  

চোটের কারণে লিগে জামালের অধিনায়ক নাসিরুদ্দিন চৌধুরী বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ। তার মতে, ‘এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে যত কঠিনই হোক না কেন, কোন দলকে এতটুকু ছাড় দিয়ে খেলব না। ’

আর দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলাম জানালেন, ‘এই টুর্নামেন্টে আমরা নিজেদের সেরাটা উপহার দিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে পারব বলে আশা করছি। ’

তবে এই আসরে সবচেয়ে বড় হুমকি ছিল আবহাওয়া। কিন্তু বর্তমানে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আবহাওয়া যথেষ্ঠ ভালো। তুষারপাত নেই। মাঠের অবস্থাও বেশ ভালো আছে বলে জানা গেছে।  

টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে আছে ভুটানের ড্রুক ইউনাইটেড এফসি, মঙ্গোলিয়ার খরমকন ও পাকিস্তানের কে-ইলেকট্রিক এফসি। ‘বি’ গ্রুপে আছে, শেখ জামাল ধানমন্ডি, কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে এফসি আলগার কাছে ২-০ গোলে হেরেছে বেনফিকা।

তাদের সে ম্যাচটি মাঠে বসে দেখেছেন জামালের কোচ জোসেফ আফুসি। তিনি জানালেন, ‘প্রতিপক্ষ খুব সহজ নয়। তারপরও দলের ওপর আস্থা আছে আমার। বেনফিকার ম্যাচ দেখেছি। তারা ভাল দল, এ বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু তাদের হারানোর মতো ক্ষমতাও আছে। '

জামাল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ১৫ আগস্ট এসসি আলগার বিপক্ষে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে প্লে-অফ পর্বে। তারপর খেলবে যথাক্রমে গ্রুপ পর্বে এবং নকআউট (চূড়ান্ত পর্ব) পর্বে।

চলতি মৌসুমে জামালের সফলতার তিন নায়ক এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং ডার্বোয়ে ও ওয়েডসন এ্যানসেলম। তবে ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় ফলে হাইতিয়ান এই 'গোলমেশিন' খ্যাত ওয়েডসনকে পাচ্ছে না শেখ জামাল। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে খেলতে পারবে দুই বিদেশী। তাই এ ম্যাচে শেখ জামালের তুরুপের তাস নাইজিরিয়ান এমেকা এবং গাম্বিয়ান ল্যান্ডিং ডার্বোয়ে।

তবে 'সাদা-কালো' খ্যাত মোহামেডানের এই সময়ের আলোচিত স্ট্রাইকার জুয়েল রানা ও গোলকিপার আশরাফুল ইসলাম রানা জামালের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু আগামী ১৬ আগস্ট চলমান পেশাদার লিগে মোহামেডান-আবাহনী হাইভোল্টেজ ম্যাচের কারণে তাদের খেলতে যাওয়া হয়নি।  

এক নজরে শেখ জামাল ধানমন্ডি স্কোয়ার্ড: মাজহারুল ইসলাম, মাকসুদুর রহমান, শহীদুল আলম, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী, দিদারুল হক, কেষ্ট কুমার বোস, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, শেখ আলমগীর কবির রানা, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, রুবেল মিয়া, ওয়েডসন এ্যানসেলমে, এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং ডার্বোয়ে, কাবিরু আবদুল্লাহি মুসা ও চিদোজি জনসন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্ট, আগস্ট ১২, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।