ঢাকা: আগামী বছর ভারতের গৌহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) দ্বাদশ আসর। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠানকে সামনে রেখে শুরু হয়েছে নানা ফেডারেশনের প্রস্তুতি পর্ব।
সৈয়দ নজরুল ইসলাম ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ব্যাডমিন্টনের অনুশীলন ক্যাম্প। আর অনুশীলনে ডাক পাওয়া ১৮ জনের মধ্যে প্রথম সারির তিন জন এখনও ক্যাম্পে যোগ দেননি। আর যারা ক্যাম্পে যোগ দিয়েছেন তারাও আছে নানা সমস্যায়।
শাটলাররা জানান, ক্যাম্পে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে ব্যাহত হচ্ছে অনুশীলন। নেই ভালো মানের কোন বিদেশী কোচ। এছাড়া অনুশীলনের সময় মাত্র পাঁচ মাস। তাই স্বল্প সময়ের মধ্যেই নিজেদের প্রস্তুত করার ব্যাপারে বেশ চিন্তিত তারা।
মাসখানেক পর ক্যাম্পে যোগ দেয়ার কথা আছে বিদেশী কোচ। এছাড়া অনুশীলনের জন্য মাত্র দুটি কোর্টের ব্যবস্থা থাকায় বেশ অসুবিধাও হচ্ছে।
এ বিষয়ে ব্যাডমিন্টন ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম আজীজ জিলানী জানালেন, 'গতবার ১৩ মাস সময় পেলেও এ বছর মাত্র পাঁচ মাস সময় পেয়েছি। যা প্রযোজনের তুলনায় খুবই কম। আর ইনডোর স্টেডিয়ামের অনেক অংশ ব্যবহারের অনুপযোগী। তাই এ বিষয়ে আমরা বাংরাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সাথে আলাপ করেছি। তারা জানিয়েছে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। '
তিনি জানালেন, 'বিদেশী কোচের বিষয়ে আমার যোগাযোগ অব্যাহত রেখেছি। আশা করি মাস খানেকের মধ্যেই একজন ভালো মানের বিদেশী কোচ পাব। '
উল্লেখ্য, পাঁচ বছর আগে ঢাকায় অনুষ্ঠিত একাদশ আসরে ব্যাডমিন্টনে তাম্রপদক জয় করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্ট, আগস্ট ১২, ২০১৫
ইয়া/এমএমএস