ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ছেলে এনজোকে অধিনায়কত্ব দিলেন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
ছেলে এনজোকে অধিনায়কত্ব দিলেন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫-১৬ মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদ ক্যাসিয়ার অধিনায়ক হলেন এনজো জিদান। আর এনজোকে দলনেতা হিসেবে মনোনয়ন দিলেন তারই বাবা ও দলটির কোচ জিনেদিন জিদান।



রিয়ালের ‘বি’ দলে এর আগে সার্জিও আগুজা, দিয়েগো লোরেন্তে ও ডেরিক ওসেদের মত ফুটবলাররা অধিনায়কত্ব করেছেন। আর এবার তাদের উত্তরসূরী হিসেবে এনজোও দলের কান্ডারী হলেন।

এনজো অবশ্য এর আগে প্রাক-মৌসুমে রিয়ালের দ্বিতীয় সারির দলকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। গ্যালাকটিকো জুনিয়ররা ম্যাচগুলো খেলেছিল ভিয়ারিয়াল ‘বি’, বারগোস ও জিমনাস্টিকা সেগোভিয়ানার বিপক্ষে।

মিডফিল্ডে খেলা এনজো গত মৌসুমে রিয়ালের ‘সি’ দল থেকে ক্যাসিয়াতে আসেন। তিনি এখন পর্যন্ত সেগুন্দা ‘বি’তে আটটি ম্যাচ খেলেছেন। পরবর্তীতে স্প্যানিশ তৃতীয় বিভাগের খেলায় ২৬টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন চারটি।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।