ঢাকা: পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচের পদ ছাড়ছেন, এমন গুঞ্জন তো আর কম হয়নি। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হারের পর থেকেই তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
সস্প্রতি গার্দিওলার ম্যানচেস্টার সিটির কোচ হওয়া নিয়ে অনেক গুজব রটে। এ মৌসুম শেষেই বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে এ স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ শেষ হবে।
লামের মতে, বায়ার্নে গার্দিওলা তার কোচিংয়ের শতভাগ দিচ্ছেন। ক্লাবের কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। চলতি মৌসুমে দলের অনেককেই বদলি খেলোয়াড়ের ভূমিকা মেনে নিতে হবে।
এক সাক্ষাৎকারে লাম বলেন, ‘যারা বাইরে থেকে গার্দিওলার সমালোচনা করছেন তাদের একবার এখানে আসা উচিৎ। তখনই তারা বুঝবেন আমাদের কোচ কী পরিমান নিখুঁত পরিশ্রম করছেন। কোচের ভূমিকায় তার বিন্দুমাত্র ঘাটতি নেই। তিনি সম্পূর্ণ মনে প্রাণে দায়িত্ব পালন করছেন। ম্যাচ চলাকালীন সময়ে সাইড বেঞ্চে তার কর্মকান্ডই সব প্রমাণ করে। ’
জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক উল্লেখ করেন, ‘আমি প্রতিনিয়ত গার্দিওলার সঙ্গে কাজ করছি। তিনি বায়ার্নকে শতভাগ দিচ্ছেন। তার অবস্থান দলের মধ্যে কোনো খারাপ প্রভাব ফেলছে না। তাই ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন নই। ’
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএম