ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা চান পিএসজির ‘গোলমেশিন’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা চান পিএসজির ‘গোলমেশিন’ ছবি: সংগৃহীত

ঢাকা: সুইডেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ড বল লাভ করা তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ জানিয়েছেন, ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) হয়ে খেলে তিনি জীবনের সেরা সময় পার করছেন। আর এ ক্লাব ছেড়ে অন্যত্র পাড়ি জমানোর কোনো ইচ্ছেই নেই তার, এমনটিও জানান পিএসজির ‘গোলমেশিন’ খ্যাত ইব্রা।



সম্প্রতি বাতাসে গুঞ্জন উঠে, পিএসজি ছেড়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে নাম লেখাবেন ইব্রা। এছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রোমার সঙ্গেও তার কথাবার্তা চলছে। কিন্তু, এমন গুজবে বিরক্ত দেশের জার্সি গায়ে ১০৫ ম্যাচ খেলা ইব্রা।

পিএসজির হয়ে ১২৬ ম্যাচ খেলা বার্সেলোনার সাবেক এ তারকা বলেছেন, আমি পিএসজিতেই খুশি। এ ক্লাবের হয়ে আরও একটি মৌসুম শুরু করেছি। চুক্তির মেয়াদ থাকা পর্যন্ত আমি এখানেই খেলে যাব।

সুইডেনের এ অধিনায়ক আরও যোগ করেন, পিএসজিতে আমার সতীর্থরা একেক জন বিশ্ব মানের ফুটবলার। এখানে আমার কিছু উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার রয়েছে। লক্ষ্যের দিকে এগিয়ে নিজের সব কিছু উপভোগ করতে চাই।

গত মৌসুমে পিএসজি চারটি শিরোপা জিতেছে। লরা ব্লা’র শিষ্যরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। তবে, ইব্রা মনে করেন নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে পিএসজির।

এ প্রসঙ্গে ইব্রা বলেন, আমার জন্য পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দেওয়া বিশেষ সম্মানের হবে। যদি ভাগ্য আমার সহায় হয়, এ মৌসুমে ইউরোপ সেরার এ শিরোপা পিএসজিকে পাইয়ে দেব। যদিও এটা কঠিন, তারপরও আমি চেষ্টা করব লিগ ওয়ানের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে।

৩৩ বছর বয়সী সুইডেনের তারকা এ ফুটবলার দেশের জার্সি গায়ে শততম ম্যাচ খেলা শীর্ষ দশজনের মধ্যে অন্যতম। দেশের হয়ে সর্বোচ্চ গোলও তার।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
এমআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।