ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দুই বারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয় দিয়েই এএফসি কাপ মিশন শুরু করেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্রতিপক্ষ বেনফিকা ডি ম্যাকাও ক্লাবকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে দলটি।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি। দোলেনা অমুর্জাকভা স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে নিকোলাস গোলে এগিয়ে যায় বেনিফার (১-০)। তবে ৪৪ মিনিটে জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকার গোলে সমতায় ফিরে দলটি (১-১)। দ্বিতীয়ার্ধেও জামালের গোল ক্ষুধা এতটুকু কমেনি। ৭২ মিনিটে মামুনুল ইসলামের গোলে ২-০ তে লিড নেয় শেখ জামাল। ৭৭ আর ৮৬ মিনিটে ফরোয়ার্ড শাখওয়াত হোসেন রনির জোড়া গোলে ৪-১ এগিয়ে যায় দলটি। ফলে ৪-১ গোলের বিশাল লিড নেয় তারা। নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আপুসির শিষ্যরা।
এবারের মৌসুমের প্রিমিয়ার দুই ম্যাচ বাকি থাকতেই লিগের শিরোপা নিজেদের করে নেয় জামাল। ফলে গত ৭ আগস্ট এএফসি কাপে অংশ নিতে কিরগিজস্তান চলে যায় দলটি। জামাল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ১৫ আগস্ট এসসি আলগার বিপক্ষে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে প্লে-অফ পর্বে। তারপর খেলবে যথাক্রমে গ্রুপ পর্বে এবং নকআউট (চূড়ান্ত পর্ব) পর্বে।
টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে আছে ভুটানের ড্রুক ইউনাইটেড এফসি, মঙ্গোলিয়ার খরমকন ও পাকিস্তানের কে-ইলেকট্রিক এফসি। ‘বি’ গ্রুপে আছে, শেখ জামাল ধানমন্ডি, কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক এবং ম্যাকাওয়ের এসএল বেনফিকা ডি ম্যাকাও ক্লাব। নিজেদের প্রথম ম্যাচে এফসি আলগার কাছে ২-০ গোলে হেরেছে বেনফিকা।
চলতি মৌসুমে জামালের সফলতার তিন নায়ক এমেকা ডার্লিংটন, ল্যান্ডিং ডার্বোয়ে ও ওয়েডসন এ্যানসেলম। তবে ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় ফলে হাইতিয়ান 'গোলমেশিন' খ্যাত ওয়েডসনকে পাচ্ছে না শেখ জামাল। নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে খেলতে পারবে দুই বিদেশি। তাই এ ম্যাচে শেখ জামালের তুরুপের তাস নাইজিরিয়ান এমেকা এবং গাম্বিয়ান ল্যান্ডিং ডার্বোয়ে।
তবে 'সাদা-কালো' খ্যাত মোহামেডানের এই সময়ের আলোচিত স্ট্রাইকার জুয়েল রানা ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা জামালের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু ১৬ আগস্ট চলমান পেশাদার লিগে মোহামেডান-আবাহনী হাইভোল্টেজ ম্যাচের কারণে তাদের খেলতে যাওয়া হয়নি।
এক নজরে শেখ জামাল ধানমন্ডি স্কোয়াড: মাজহারুল ইসলাম, মাকসুদুর রহমান, শহীদুল আলম, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, রায়হান হাসান, মোহাম্মদ লিংকন, ইয়াসিন খান, নাসির উদ্দিন চৌধুরী, দিদারুল হক, কেষ্ট কুমার বোস, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, সোহেল রানা, এনামুল হক শরীফ, মোনায়েম খান রাজু, শেখ আলমগীর কবির রানা, শাখাওয়াত হোসেন রনি, তকলিস আহমেদ, রুবেল মিয়া, এমেকা ডালিংটন, ল্যান্ডিং ডার্বোয়ে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৫
ইয়া/এমআর