ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রামুতে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
রামুতে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামু(কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় প্রস্তাবিত একলাখ ধারণ ক্ষমতা সম্পন্ন আর্ন্তজাতিক স্টেডিয়াম ও বিকেএসপি’র জন্য সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সেনানিবাস সংলগ্ন এলাকায় এ জায়গা পরিদর্শন করেন তিনি।



এর আগে প্রতিমন্ত্রী বীরেন সিকদার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা পরিদর্শন করেন।  

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার বলেন, রামুতে মাটি পরীক্ষা নিরীক্ষা করে সুবিধাজনক স্থানে খুব দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়াম ও বিকেএসপি’র নির্মাণ কাজ শুরু করা হবে।  

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহেদ হাসান রাসেল এমপি, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর আহমেদ, জেলা প্রশাসক আলী হোসেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবউল করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কল্যাণ ট্রাস্টের সুপ্ত ভূষণ বড়ুয়া ও রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু প্রমুখ।    

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক যুগ্ম সম্পাদক নুর আল হেলাল, সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী, জেলা মৎসজীবী লীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, জগতজ্যোতি ওয়েল ফেয়ারহোম পরিচালনা কমিটির সহ সভাপতি প্রবাল বড়ুয়া, যুগ্ম সম্পাদক তরূপ বড়ুয়া, সাবেক কৃতি ফুটবলার তুহিন বড়ুয়া সানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।