ঢাকা: কোস্টারিকা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। ২৪ সদস্যের দলে ডাক পেয়েছেন সেলেকাওদের অন্যতম অভিজ্ঞ ফুটবলার কাকা।
বিশ্বকাপের ব্যর্থতার পর দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব নেওয়া দুঙ্গার দলে জায়গা হয়েছিল কাকার। তবে, আর্জেন্টিনা আর জাপানের বিপক্ষে মাঠে নামলেও পরের প্রীতিম্যাচ গুলোতে জায়গা হয়নি কাকার। ছিলেন না কোপা আমেরিকার ৪৪তম আসরেও।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবারের দলে রাখেননি পিএসজির তারকা থিয়াগো সিলভাকে। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সান্তোসের তারকা লুকা লিমা। কোপা আমেরিকায় ইনজুরির কারণে ছিটকে পড়া চেলসির তারকা অস্কার আবারো দলে এসেছেন।
৫ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নিউ জার্সির সে ম্যাচের পর ৯ সেপ্টেম্বর ফক্সবোরতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দুঙ্গার শিষ্যরা।
ব্রাজিল স্কোয়াড: গোলরক্ষক: জেফারসন, মার্সেলো গ্রহি, আলিনসন
ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকুইনহোস, মিরান্ডা, গ্যাব্রিয়েল, দানি আলভেজ, ফেলিপ লুইস, দানিলো, দগলাস সান্তোস
মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা, কাকা
ফরোয়ার্ড: রবার্তো ফারমিনো, নেইমার, লুকাস মোউরা, হাল্ক এবং দগলাস কস্তা।
বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ১৪ আগস্ট ২০১৫
এমআর