ঢাকা: আর্জেন্টিনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন লিওনেল মেসি। গত কয়েক দিনের প্রবল বন্যায় রাজধানী বুয়েন্স আইরেসের অন্তত ১১ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বন্যায় বুয়েন্স আইরেসের জনজীবন এখন অনেকটাই বিপর্যস্ত। টানা ঝড়-বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় এখন পর্যন্ত তিনজনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। অন্যদিকে, বিপুল সংখ্যক মানুষ পানিবন্দী হয়ে উদ্বাসিত জীবনযাপন করছে।
রোজারিওতে জন্ম নেওয়া মেসি তার ফেসবুক পেইজে এ দুর্যোগে তার উদ্বেগ প্রকাশ করেন। ‘আর্জেন্টিনার বন্যা পরিস্থিতির কিছু ছবি দেখে স্বদেশবাসীর জন্য আমি খুবই উদ্বিগ্ন। এ কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। ’
সম্প্রতি আর্জেন্টিনার অভাবগ্রস্ত শিশুদের সাহায্যার্থে ইউনিসেফকে আর্জেন্টাইন মুদ্রায় ৪৫ লাখ অর্থ সহায়তা দেন মেসি। যা প্রায় পাঁচ লাখ ডলারের সমান। তবে চলমান বন্যা দুর্গতদের জন্য তিনি কোনো আর্থিক সহায়তা দিচ্ছেন কিনা তা জানা যায়নি।
উল্লেখ্য, ২০১০ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত হন মেসি। এর পর থেকেই শিশুদের অধিকার রক্ষার কাজে সমর্থন দিয়ে যাচ্ছেন। ২০১৩ সালে নিজ শহর রোজারিওতে অবস্থিত শিশু হাসপাতালে ছয় লাখ ইউরোর অর্থ সহায়তা দেন চারবারের এ বিশ্বসেরা খেলোয়াড়। এর আগে জনকল্যাণমুলক কাজে সহায়তার লক্ষ্যে ২০০৭ সালে তিনি
‘লিও মেসি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএম