ঢাকা: এতদিন গুঞ্জন ছিল, অনিচ্ছা সত্ত্বেও গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে রিয়াল মাদ্রিদের হাতে তুলে দিতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বর্তমান পরিস্থিতিটা পুরোই ভিন্ন।
তাহলে কী রিয়ালেই যোগ দিতে যাচ্ছেন ডি গিয়া? ফন গালের কথা সত্য হলে অচিরেই হয়তো তেমনটি ঘটবে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টায় অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ম্যানইউ। এ ম্যাচটিতে খেলতে আগ্রহী নন ২৪ বছর বয়সী এ স্প্যানিশ গোলরক্ষক। এর আগে মৌসুমের প্রথম ম্যাচে টটেনহামের বিপক্ষে তাকে দলেই রাখা হয়নি।
সম্প্রতি আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোকে দলে ভেড়ায় ম্যানইউ। তখন থেকেই ডি গিয়ার ক্লাব ছাড়ার গুজবে বাড়তি হাওয়া লাগে। কিন্তু কখনোই তিনি নিজ থেকে ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেননি। বরং, ওল্ড ট্রাফোর্ডেই থেকে যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন।
তবে প্রথমবারের মতো কোচিং স্টাফদের কাছে ক্লাবের হয়ে আর না খেলার কথা জানিয়েছেন ডি গিয়া। ফন গালের কথাতেই তা স্পষ্ট। ‘আমরা তার (ডি গিয়া) সঙ্গে কথা বলেছি। সে আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছে। গোলরক্ষক কোচ ফ্রান্স হোয়েক তাকে জিজ্ঞেস করেছিল, সে খেলতে চায় কিনা। কিন্তু, উত্তরে সে সরাসরি না বলে দিয়েছে। তাই আমাকেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সব কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ’
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএম