ঢাকা: লিভারপুলের হয়েই নিজের তারকাদ্যুতি ছড়ান লুইস সুয়ারেজ। তারপর তো সবই ইতিহাস।
২০১৪-১৫ মৌসুমে লিভারপুল ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সায় যোগ দেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। যার আর্থিত মূল্য ৯৪ মিলিয়ন ইউরো। অবশ্য, কাতালানদের পক্ষ থেকে ট্রান্সফার ফি’র মূল্য দেখানো হয় ৮১ মিলিয়ন ইউরো। শেষ মৌসুমে (২০১৩-১৪) ইংলিশ লিগের সেরা খেলোয়াড় হন ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে গত মৌসুমে ৪৩ ম্যাচে ২৫ গোল করে নিজের যোগ্যতার জানান দেন সুয়ারেজ। এমন পারফরম্যান্সের সুবাদে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার নামটিও শোভা পাচ্ছে। ২৭ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, ‘লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল। ক্লাব ছাড়ার পেছনে স্প্যানিশ জায়ান্টদের হয়ে নিয়মিত ট্রফি জেতার লক্ষ্যসহ পারিবারিক কারণও জড়িত। আমি ন্যু ক্যাম্পে বেশ সুখেই আছি। বিশ্বের সেরা ক্লাবের হয়ে খেলছি। ’
গত মৌসুমে ট্রেবল জিতলেও আসছে মৌসুমে চ্যালেঞ্জের কথা ভোলেননি সুয়ারেজ। ‘আমরা ২০১৪-১৫ মৌসুমটি বেশ উপভোগ করেছি। তবে সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখানে এমন কিছু খেলোয়াড় আছেন যারা মৌসুমের পর মৌসুম ধরে ট্রফি জেতেন। আমারও এখন একই লক্ষ্য। ’
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৫
আরএম