ঢাকা: ৬৫তম ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ফেরেননি বিয়ানীবাজার ফুটবল ক্লাবের কর্মকর্তা সেলিম উদ্দিন। সেই কংগ্রেসে গিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ বাংলাদেশের পাঁচ সদস্য।
তার ফিরে না আসার বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহগ জানালেন, 'তার ফিরে না আসার বিষয়টি জেনেছি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার নাম সুপারিশ করেছিল, ফলে আমরা দূতাবাসের কাছে তাকে ভিসা দেওয়ার জন্য চিঠি দিয়েছি। '
তিনি আরো জানালেন, 'তবে এর সাথে যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নামটি জড়িয়ে গেছে, তাই আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি। সর্বশেষ খবর যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জানিয়েছেন, সেলিম উদ্দিন দ্রুতই দেশে ফিরে আসবেন। '
তবে গোপন সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তারা জোর করার পরেই সেলিম উদ্দিনকে ডেলিগেট করতে বাধ্য হয়েছিল বাফুফে। বিয়ানীবাজার ফুটবল ক্লাবের কর্মকর্তা সাজিয়ে তার নাম পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
ইয়া/এমআর