সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে নেপাল-আফগানিস্তান।
শুক্রবার (১৪ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ খেলাটি আধঘণ্টা দেরিতে শুরু হয়।
ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি উভয় দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলার ৪৯মিনিটের মাথায় ডান পায়ের জোরালো শটে দুর্দান্ত এক গোল করে নেপালকে এগিয়ে দেন নয় নম্বর জার্সিধারী ফরোয়ার্ড কিশিতিজ রাজ।
পরে খেলার শেষ পর্যন্ত উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলে নেপালে কাছে পরাজিত হয় আফগানিস্তান। এর মধ্য দিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে নেপাল।
ফলে ১৬ আগস্ট বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগান কিশোররা। এছাড়া একই দিন সন্ধ্যায় ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নেপাল।
সেমিফাইনালের দু’টি খেলাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও ধারাবিবরণী সম্প্রচার করবে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এএএন/এসএস