সিলেট: সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লঙ্কান কিশোরদের ৪-০ গোলে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশের কিশোররা। আর এ জয়ের ফলে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে স্বাগতিকরা।
প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্সের আত্মবিশ্বাস ও খেলার ছন্দ ধরে রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকেও ২-১ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোচ গোলাম জিলানীর শিষ্যরা। সেমিফাইনালের প্রতিপক্ষ দলও এরই মধ্যে নির্ধারিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে নেপাল-আফগানিস্তান। এ ম্যাচে ১-০ গোলে নেপালের কাছে পরাজিত হয় আফগানিস্তান। এতে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নেপাল।
খেলার নিয়মানুযায়ী প্রথম সেমিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ‘বি’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তান। একই সঙ্গে ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে নেপাল।
এদিকে, শুক্রবার (১৪ আগস্ট) ফুরফুরে মেজাজে দিন কেটেছে জিলানীর শিষ্যদের। সকালে সুইমিং, দুপুরে জুমার নামাজ এবং নামাজ শেষে দুপুরের খাবার। অতঃপর হালকা বিশ্রাম সেরেই আফগানিস্তান-নেপালের খেলা পর্যবেক্ষণ করতে সরাসরি মাঠে। ছিলেন খেলার শেষ পর্যন্ত।
এর আগের দু’টি আসরের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও এবার নিজেদের দেশ হওয়ায় সাফল্য পেতে একটু বেশি প্রত্যয়ী স্বাগতিকরা। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসার পেছনে কিশোরদের মনোবল আর আত্মবিশ্বাসই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন দলের সঙ্গে সংশ্লিষ্টরা। এখন তাদের টার্গেট সেমিফাইনাল ও ফাইনালে জয়ী হয়ে শিরোপা নিজেদের করে রাখা।
বাংলানিউজের সঙ্গে এমন প্রত্যয়ের কথাও জানালেন বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী ও দলনেতা শাওন হোসেন।
আত্মবিশ্বাসী কণ্ঠে বাংলাদেশ দলের সৈয়দ গোলাম জিলানী বলেন, খেলা হচ্ছে বাংলাদেশের মাটিতে। সিলেটের মানুষ ফুটবলপ্রেমী। এ বিষয়টি আমাদের জন্য ইতিবাচক। আমার মূল টার্গেট ছিল ধাপে ধাপে আগানো। আমরা সেভাবেই এগিয়েছি। প্রথম ম্যাচ ও দ্বিতীয় ম্যাচে জয় লাভ করেছি। আশা করছি এবার সেমিফাইনালেও জয় হবে।
তিনি বলেন, ছেলেরা অনেক আত্মবিশ্বাসী। তারা ভালো খেলছে। গত খেলায় ছোট খাটো যেসব ভুল ছিল আগামী ম্যাচে ছেলেরা সেসব শুধরে নিয়ে মাঠে নামবে।
অধিনায়ক শাওন হোসেন বলেন, প্রতিপক্ষ যেই হোক না কেন, জয় নিয়েই আমরা মাঠ ছাড়তে চাই। আমাদের লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠা। আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের ফলেই তা সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য ফাইনালের শিরোপা জেতা।
সিলেটের দর্শকদের সমর্থন তাদের অনেক অনুপ্রেরণা দিয়েছে উল্লেখ করে দলনেতা শাওন বলেন, সিলেটের মানুষ অনেক বেশি ফুটবল ভালোবাসেন। তারা মাঠে এসে আমাদের উৎসাহ দিচ্ছেন। এ জন্য আমার তাদের কাছে কৃতজ্ঞ।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগান কিশোররা। এ ছাড়া একই দিন সন্ধ্যায় ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নেপালের কিশোররা।
সেমিফাইনালের দু’টি খেলাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং খেলার ধারাভাষ্য প্রচার করবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এএএন/টিআই