ঢাকা: বছরের চারটি শিরোপা জিতে আকাশেই উড়ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কিন্তু, স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লুইস এনরিকের শিষ্যদের মাটিতে নামিয়ে এনেছে অ্যাতলেতিকো বিলবাও।
কাতালানদের ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রথম লেগে জয় তুলে নেয় বিলবাও। এক আরিতস আদুরিসের কাছেই হেরেছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা। ম্যাচে হ্যাটট্রিক করেন আদুরিস।
বছরের পঞ্চম শিরোপা নিজেদের করে নেওয়ার লক্ষ্যে নেমে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে এমন বাজেভাবে হারের কারণকে ইনিয়েস্তা বলছেন ‘ভয়ঙ্কর ভুল’। বার্সার দলপতি জানান, সব কিছুই ভয়ঙ্কর ভুলের কারণে হয়েছে।
তবে, দল হারলেও সতীর্থদের কোনো দোষারোপ করছেন না ইনিয়েস্তা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের দলপতি বলেছেন, এমন বাজেভাবে হারের জন্য আমি দলের কোনো ফুটবলারকে এককভাবে দায়ী করছি না। পুরো দলকেই মাশুল দিতে হবে। সবকিছুই আমাদের ভুলের কারণে হয়েছে। তবে, ফুটবলে কোনো কিছুই অসম্ভব না। যেখান থেকে শেষ হয়েছে আমরা সেখান থেকেই আবারো শুরু করব। আমরা আত্মবিশ্বাসী দল ঘুরে দাঁড়াবে।
সোমবার (১৭ আগস্ট) ঘরের মাঠ ক্যাম্প ন্যু’য়ে ফিরতি লেগের ম্যাচে নামবে বার্সা। দ্বিতীয়বারের মতো বছরে ছয় শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের মাঠে জিততেই হবে কাতালানদের। আর তাতে জিততে হবে কমপক্ষে ৫-০ গোলের ব্যবধানে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৫
এমআর