ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অভিজ্ঞদের কাজে লাগাবেন দুঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
অভিজ্ঞদের কাজে লাগাবেন দুঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রাজিল জাতীয় দলের সর্বশেষ স্কোয়াড ঘোষণা করা হয়। এ স্কোয়াডে নেওয়া হয় কাকা, হাল্ক ও লুকাস মোউরাকে।

আর দল প্রসঙ্গে কোচ দুঙ্গা জানান, কোপা আমেরিকার ব্যর্থতা ঘোচাতে অভিজ্ঞ ফুটবলারদের তিনি কাজে লাগাতে চান।

২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানদের কাছে বিধ্বস্ত হওয়ার পর, দ্বিতীয়বারের মত ব্রাজিলের দায়িত্ব নেন দুঙ্গা। আর তার অধীনে সেলেকাওরা শেভারল্ট ব্রাজিল গ্লোবাল ট্যুরে টানা ১০টি ম্যাচে জিতে আবারো নিজেদের প্রমাণ করে। তবে কোপা আমেরিকায় হতাশজনক ভাবে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল।

চিলি টুর্নামেন্ট শেষে দলের বড় ধরণের পরিবর্তন আনতে চান দুঙ্গা। সেই সঙ্গে ২০১৮ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রস্তুতিটাও ভালো ভাবে সেরে নিতে চান ব্রাজিলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।

আগামী সেপ্টেম্বরে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ম্যাচগুলোতে হাল্ক, রামিরেস ও কাকার মত ফুটবলার থাকায় জয়ের ধারায় আবারো ফিরতে চান দুঙ্গা।

এদিকে কোপা আমেরিকায় রবিনহো ভালো খেললেও তুলনামূলক দুর্বল চায়না লিগে খেলার কারণেএ স্ট্রাইকারকে নিচ্ছেন না দুঙ্গা। বাদ পড়েছেন একই লিগে খেলা দিয়েগো তারেদেল্লিও। তবে ইনজুরি সেরে আবারো দলে সুযোগ পেয়েছেন দানিলো, লুইস গুস্তাভো ও অস্কার।

ব্রাজিল দল:

গোলরক্ষক: জেফারসন, মার্সেলো গ্রোহে, অ্যালিসন।

রক্ষণভাগ: ডেভিড লুইজ, মার্কোইনহোস, মিরান্ডার, গ্যাব্রিয়েল পাওলেস্তি। ড্যানি আলভেজ, ফিলিপ লুইস, দানিলো ও দগলাস সান্তোস।

মধ্যভাগ: লুইস গুস্তাভো, ফার্নানদিনহো, ইলিয়াস, রামিরেস, অস্কার, উইলিয়ান, লুকাস লিমা ও কাকা।

আক্রমণভাগ: রবের্টো ফার্মিনো, নেইমার, লুকাস মৌউরা, হাল্ব ও দগলাস কস্তা।

বাংলাদেশশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।