ঢাকা: দুই ম্যাচ বাকী থাকতেই গত ৩০ জুলাই মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্বাভাবিক ভাবে প্রশ্ন তহালে লিগের আকর্ষণ কি বাকী থাকে? পেশাদার লিগ বলে কথা, যে ভাবে দ্বিতীয় স্থানের জন্য শেখ রাসেল, মোহামেডান, আবাহনী লড়াই চলছে ফলে প্রতিটি ম্যাচই মোড় নিচ্ছে নতুন সমীকরণে।
রোববার (১৬ আগস্ট) দিনটি তাই পেশাদার লিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকেল ৪.১৫ মিনিটে দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রতিপক্ষ রহমতগঞ্জের বিপক্ষে জয় পেলে দলটি চলমান প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়ে যাবে। কারণ ১৯ ম্যাচে শেখ রাসেলর সংগ্রহ ৩৯ পয়েন্ট। তাই এ ম্যাচে 'জায়ান্ট কিলার' খ্যাত রহমতগঞ্জ যদি পরাজিত হয় তবে 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেলই রানার্সআপ হয়ে যাচ্ছে।
তবে রহমতগঞ্জ কোন অঘটন ঘটিয়ে ফেললে ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা মোহামডোন ও ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা আবাহনীর সুযোগ অনেকটাই বেড়ে যাবে। তাই এ ম্যাচে শেখ রাসেলের একটি আয়েশী জয় ঐতিহ্যবাহীদের সব স্বপ্ন শেষ করে দিতে পারে। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেখ জামাল। সেখানে সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ রাসেল। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাদার্স। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ঢাকা আবাহনী। কিন্তু তাদের ম্যাচ বাকি রয়েছে এখনও দুটি।
তাই শেখ রাসেল ড্র করলে তাদের পয়েন্ট হবে ৪০। সে ক্ষেত্রে পরের ম্যাচে আবাহনীকে হারাতে পারলে মোহামেডানের পয়েন্টও হবে ৪০। তবে গোল ব্যবধানে অনেক এগিয়ে থাকার কারণে রানার্স আপ হবে মোহামেডানই। কিন্তু শেখ রাসেল ড্র করার সঙ্গে সঙ্গে পরের ম্যাচেও মোহামেডান-আবাহনী ড্র করলে ৪০ পয়েন্ট নিয়েই রানার্স আপ হবে শেখ রাসেলই।
এদিকে হিসাবের মধ্যে নেই শেখ রাসেলের কোচ মারুফুল হক। তিনি জানালেন, ‘মৌসুমের শেষ ম্যাচে শুধু মাত্র জয়ের জন্য মাঠে নামবো আমরা। ’
রানার্সআপের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটড। কারণ গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে গোল শূন্য ড্র যদি না করতো রাসেল তবে আরো একম্যাচ বাকী থাকতেই রানার্সআপ নিশ্চিত হয়ে যেত দলটির।
তবে এ বিষয়ে শেখ রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরী জানালেন, গত ম্যাচে আমরা অনেক সুযোগ হাতচাড়া করেছি। এ ম্যাচে তাই আর কোন ভুল করতে চাই না। সুযোগ কাজে লাগিয়ে জয় চাই। এ ম্যাচে অবশ্য জয়ের বিকল্প কিছুই নেই।
এখন দেখার বিষয় 'বেঙ্গল ব্লুজ' খ্যাত শেখ রাসেল শেষ ম্যাচে বাজিমাত করতে পারে কিনা?
বাংলাদেশ সময়:২১০৪ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৫
ইয়া/এমএমএস