ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে রোনালদো, নেইমার-শারাপোভাদের সঙ্গে আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
শীর্ষে রোনালদো, নেইমার-শারাপোভাদের সঙ্গে আফ্রিদি ছবি: সংগৃহীত

ঢাকা: সবচেয়ে দানশীল ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে শীর্ষে নাম লিখিয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এ তালিকায় নেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

তবে, তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ব্রাজিল দলপতি নেইমার।

ইউএস ওয়েবসাইট এবং অ্যাথলেট গন গুডের চালানো এক জরিপে রোনালদো শীর্ষস্থানে জায়গা পেয়েছেন।

জরিপের এ তালিকায় রিয়াল মাদ্রিদের রোনালদো, বার্সেলোনার নেইমার ছাড়াও রয়েছেন রেসলার জন সিনা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, দক্ষিণ কোরিয়ার নারী অ্যাথলেট ইয়োনা কিম।

দানশীল ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচনে অ্যাথলেটিকস গন গুডের সঙ্গে একত্রে কাজ করেছে ডুসামথিংডটঅরগানাইজিং নামের একটি প্রতিষ্ঠান।

২০০৭ সালে ‘লিও মেসি ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা মেসির নাম এ তালিকায় আসেনি। সম্প্রতি আর্জেন্টিনার অভাবগ্রস্ত শিশুদের জন্য ইউনিসেফকে আর্জেন্টাইন মুদ্রায় ৪৫ লাখ অর্থ সহায়তা দিয়েছেন এ বার্সা তারকা। যা প্রায় পাঁচ লাখ ডলারের সমান। ২০১০ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়ার পর থেকে শিশুদের অধিকার রক্ষার কাজে মেসি সমর্থন দিয়ে যাচ্ছেন। ২০১৩ সালে নিজ শহর রোজারিওতে অবস্থিত শিশু হাসপাতালে ছয় লাখ ইউরো’র অর্থ সহায়তা দেন চারবারের এ বিশ্বসেরা খেলোয়াড়।

এদিকে, জরিপের শীর্ষে স্থান পাওয়া রিয়াল তারকা রোনালদো ১০ বছর বয়সী এক শিশুর মস্তিষ্ক অস্ত্রোপচারের জন্য এগিয়ে আসেন। এজন্য তিনি ৮৩ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিলেন। নিজের জন্মভূমি পর্তুগালের মাদেইরা ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্য দেন ‘সিআর সেভেন’। ২০০৮ সালে সেখানে ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন রোনালদোর মা ডোরোরেস আভেরো।

এ তালিকায় শীর্ষ আট নম্বরে রয়েছেন টেনিসের রুশ তারকা মারিয়া শারাপোভা। সম্প্রতি আবারও নারী অ্যাথলেটদের মধ্যে এক বছরে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস এর মতে, সর্বোচ্চ আয়ের দিক দিয়ে নারী ক্রীড়াবিদের তালিকায় আবারও শীর্ষে থাকা শারাপোভা এ নিয়ে টানা ১১ বছর শীর্ষস্থান ধরে রেখেছেন।

জরিপের তালিকায় শীর্ষ ২০-এ মেসির নাম নেই। একমাত্র ক্রিকেটার হিসেবে এ তালিকায় ২০ নম্বরে রয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ১৬ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।