সিলেট: সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দু’টি ম্যাচেই দাপটের সঙ্গে জিতে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশের কিশোররা। টুর্নামেন্ট শুরুর আগেই ধাপে ধাপে এগুনোর প্রত্যয় ছিলো কোচ এবং অধিনায়কের কন্ঠে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, গত দুই আসরে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশের কিশোররা। ওই দুই আসরেই সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে তারা। তবে এবার নিজেদের দেশে খেলা হওয়ায় ফাইনালে ওঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী আমাদের কিশোররা।
সেমিফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তান সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র একবার আফগান কিশোর দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সাফ অনুর্ধ্ব-১৬’র দ্বিতীয় আসরের ওই ম্যাচে ১-০ গোলে জয় পাই আমরা। এবার সেমিফাইনালে তাদের সঙ্গে আবার দেখা হলো। দেশের মাঠে খেলা হওয়ায় পরিবেশ ও দর্শক সমর্থন সবকিছু দলের অনুকূলে রয়েছে। ছেলেরা মাঠে চাপমুক্ত হয়ে স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই জয় নিয়ে মাঠ ছাড়বো আমরা।
তবে বৃষ্টির জন্য কর্দমাক্ত মাঠে স্বাভাবিক খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশ দলের কোচ। তিনি বলেন, এই ম্যাচে বৃষ্টি ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এ কারণে খেলার ফরমেশন নিয়েও নির্দিষ্ট কিছু চিন্তা করা হয়নি। বৃষ্টি হলে এক, না হলে আরেক কৌশলে মাঠে নামানো হবে খেলোয়াড়দের।
এদিকে, সেমিফাইনালের জন্য তার দল পুরো প্রস্তুত এবং মানসিকভাবে উজ্জীবিত রয়েছে বলে জানিয়েছেন, আফগান কোচ ঈসা জাহিদ।
রোববার বিকেল ৫টায় এক’ই মাঠে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নেপালের কিশোররা।
সেমিফাইনালের দু’টি খেলা’ই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং খেলার ধারাভাষ্য প্রচার করবে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
এএএন/এসইউ