ঢাকা: জার্মান ক্লাব অগসবার্গ থেকে ডিফেন্ডার বাবা রহমানকে দলে ভিড়িয়েছে চেলসি। তবে ঘানার ২১ বছর বয়সী এ তরুণ খেলোয়াড়ের সঙ্গে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইংলিশ চ্যাম্পিয়নরা।
রোববার (১৭ আগস্ট) ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেষ্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে হারের লজ্জায় ডোবে চেলসি। এ ম্যাচের পরই বাবা রহমানকে দলে ভাড়ানোর খবর নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রতিভাবান এ ডিফেন্ডারের ব্যাপারে আর্সেনাল ও ম্যানসিটির মতো ক্লাবগুলোও বেশ আগ্রহী ছিল।
ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইস অ্যাতলেতিকো মাদ্রিদে ফেরার পর থেকেই নতুন লেফট ব্যাক কিনতে মনোযোগী হন চেলসি কোচ হোসে মরিনহো। তারই ধারাবাহিকতায় অগসবার্গ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ব্লুজরা।
ধারণা করা হচ্ছে, ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি দেবেন বাবা রহমান। এর আগে অগসবার্গের হয়ে তিনি ২০১৪-১৫ মৌসুমে ৩১টি ম্যাচ খেলেন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
আরএম