ঢাকা: স্প্যানিশ সুপার কোপার ফিরতি লেগে অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। প্রথম লেগে বিলবাওয়ের মাঠে আতিথ্য নিয়ে ৪-০ গোলে হেরে আসা কাতালানদের কোচ লুইস এনরিক জানালেন, তার শিষ্যদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।
দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যু’তে নামবে বার্সা। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় জয়ের লক্ষ্যে মাঠে নামবে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা।
স্বাগতিক হয়ে মাঠে নামতে প্রস্তুত কাতালানদের এ ম্যাচে নির্ধারিত সময়ে অন্তত ৫-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। সহজ সমীকরণের এ ম্যাচে কঠিন কিছুই অপেক্ষা করছে এনরিক শিষ্যদের জন্য। তবে, সব কিছুইকে সহজ চোখে দেখছেন স্বাগতিক কোচ। জানালেন, যেকোনো কিছুই সম্ভব তার দলের জন্য।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ট্রেবল জয়ী কোচ এনরিক বলেন, আমি আমার শিষ্যদের আত্মপ্রত্যয়ী দেখেছি। তাদের মনে বিশ্বাস আছে ম্যাচটি জিতবেই। আর বড় ব্যবধানে জয় নিয়েই তারা সুপার কোপার শিরোপা নিতে চায়। মনে রাখবেন বার্সা যখন খেলে, তখন সব কিছুই সম্ভব।
এনরিক আরও যোগ করে বলেন, সকল বাধা দূর করে দলের খেলোয়াড়রা চ্যালেঞ্জ নিয়েই মাঠে অবস্থান করতে প্রস্তুত। সান ম্যামেসের (বিলবাওয়ের ঘরের মাঠ) সে ম্যাচটিতে ৪-০ গোলের ব্যবধানে পরাজয় আমাদের অতিরিক্ত ভুলের কারণে হয়েছে। এবার আমরা সেটা থেকে বেরিয়ে আসতে প্রস্তুত।
বছরের চারটি শিরোপা নিশ্চিত করা বার্সা এ ম্যাচে নির্ধারিত সময়ের আগে ৫-০ ব্যবধানে জয় পেলে বছরের পঞ্চম শিরোপার স্বাদ নিতে পারবে। এ প্রসঙ্গে এনরিক যোগ করেন, আমরা সান মামেসের ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করেছি। নতুন করে আর কোনো ব্যর্থতার গল্প রচনা করতে চাইনা। গত মৌসুমে আমরা ১৮টি ম্যাচে চার গোল কিংবা তারও বেশি ব্যবধানে জয় পেয়েচি। তাই আজকের (বিলবাওয়ের বিপক্ষে) ম্যাচটি আমাদের কাছে আরেকটি চ্যালেঞ্জের ম্যাচ।
দল ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করবে বলে আশাবাদী এনরিক। আরেকটি ট্রফির স্বাদ থেকে শিষ্যরা তাকে বঞ্চিত করবে না বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৭ আগস্ট ২০১৫
এমআর