ঢাকা: ব্যাপারটি অবধারিতই ছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সোমবার (১৭ আগস্ট) রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন সার্জিও রামোস।
পাঁচ বছরের নতুন চুক্তির মাধ্যমে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত মাদ্রিদে থাকবেন বিশ্বকাপ জয়ী এ স্প্যানিশ ডিফেন্ডার। তাকে বার্ষিক বেতন বাবদ সব মিলিয়ে ১০ মিলিয়ন ইউরো করে দেবে রিয়াল। এর মধ্য দিয়ে রামোসের বার্নাব্যু ছেড়ে ম্যানচেষ্টার ইউনাইটেডে পাড়ি জমানোর গুঞ্জনেরও পরিসমাপ্তি ঘটলো।
এর আগে বেশ কিছুদিন ধরেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে রামোসের মতানৈক্য দেখা দেওয়ায় চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে ছিল। বার্ষিক বেতন নিয়েই মূল বিপত্তিটা ঘটে। রিয়ালের পক্ষ থেকে ৮.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হলেও তার এজেন্ট দাবি করেন ১০ মিলিয়ন ইউরো।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে চীন সফরকালে রামোসের চুক্তি নবায়নের বিষয়টি বিশ্ব মিডিয়ায় উঠে আসে। সেখানে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও সিইও হোসে অ্যাঙ্গেল সানচেজের সঙ্গে রামোসের বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
আরএম