ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পিকের লাল কার্ড ছিটকে দিয়েছে বার্সাকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
পিকের লাল কার্ড ছিটকে দিয়েছে বার্সাকে ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে বছরের পঞ্চম শিরোপায় চোখ ছিল বার্সেলোনার। তবে, দুই লেগ মিলিয়ে ৫-১ এগ্রিগেটে জয় পেয়ে শিরোপা ঘরে নিয়েছে অ্যাতলেতিক বিলবাও।

আন্দ্রেস ইনিয়েস্তা মনে করেন, জেরার্ড পিকের লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় কাতালানদের স্বপ্ন ভঙ্গ হয়েছে।

প্রথম লেগে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। গত মৌসুমের ট্রেবল জয়ীদের ফিরতি লেগে কমপক্ষে ৫-০ গোলে জিততে হতো। উল্টো নিজেদের মাঠে এক গোলে এগিয়ে থেকেও ১-১ এ ড্র করে শিরোপা হাতছাড়া করে কাতালানরা। মেসির গোলে এগিয়ে থেকে প্রথম লেগের হ্যাটট্রিক হিরো বিলবাওয়ের আদুরিজের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের কোপা দেল রে’র রানার্সআপরা।

আর শিরোপা হাতছাড়া হওয়ার মূল কারণ হিসেবে ইনিয়েস্তা দেখছেন পিকের সরাসরি লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করাকে।

ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোল আদায় করতে পারেনি ইনিয়েস্তা বাহিনী। খেলার ৫৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফুটবলার বার্সার ডি-বক্সে প্রবেশ করলে পিকে ম্যাচ চলাকালীন হাত তুলে সহকারী রেফারির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। তবে, অফসাইটের জন্য কোনো নির্দেশনা দেননি সহকারী রেফারি। ক্লদিয়ো ব্রাভোর দক্ষতায় এ যাত্রায় গোলের হাত থেকে রক্ষা পায় কাতালানরা। তবে, এরপরই পিকে রাগ সামলাতে না পেরে সহকারী রেফারির কাছে গিয়ে উচ্চস্বরে কথা বলেন। যা ম্যাচের দায়িত্বে থাকা রেফারি কার্লোস ভেলাসকোর কাছে সঠিক পন্থা মনে হয়নি। পিকেকে সরাসরি লাল কার্ড দেখান তিনি।
Andres_Iniesta
এ ঘটনার পর দশ জনের দল নিয়ে খেলা চালাতে হয় বার্সাকে। ইনিয়েস্তা এ প্রসঙ্গে ম্যাচ শেষে বলেন, আমরা ম্যাচে সব কিছুই চেষ্টা করছিলাম। তবে, পিকেকে এভাবে লাল কার্ড দেখানোয় আমাদের জন্য সবকিছু আরও কঠিন হয়ে দাঁড়ায়। রেফারির এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছিনা। তিনি অন্য কোনো সিদ্ধান্ত দিতে পারতেন। একটি লাল কার্ডের জন্য আমরা পিছিয়ে পড়ি, আর শিরোপা হাতছাড়া হওয়ার জন্য এটা বড় কারণ।

দশজনের দল নিয়ে এরপর বেশ কয়েকটি আক্রমণ চালালেও তা থেকে গোল আদায় করতে পারেনি বার্সা। উল্টো নিজেদের ডি-বক্স সামলাতে উঠেপড়ে লাগে কাতালানরা। ম্যাচের ৭৪ মিনিটে গোল হজম করতে হয় কাতালানদের।

পিকের লাল কার্ডের ভিডিও:


বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।