ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৫০০ ম্যাচ খেলতে চান ব্রাজিলিয়ান জেফারসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
৫০০ ম্যাচ খেলতে চান ব্রাজিলিয়ান জেফারসন ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের বর্তমান এক নম্বর জার্সি গায়ে রেখেছেন গোলবারের নিচে দায়িত্ব পালন করা জেফারসন। বোতাফোগোর এ গোলরক্ষক জানিয়েছেন, ক্লাবের হয়ে ৫০০ ম্যাচ খেলা তার লক্ষ্য।

আর লক্ষ্যের দিকে এগুতে চান সেলেকাওদের আস্থায় পরিণত হওয়া জেফারসন।

৩২ বছর বয়সী জেফারসন ২০০৯ সালে বোতাফোগোতে নাম লেখান। তবে, ক্রুজেইরো থেকে ধারে বোতাফোগোতে ২০০৩-০৫ মৌসুমে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে ইতোমধ্যেই ৩৯৬ ম্যাচ খেলেছেন জেফারসন।

২০১৭ পর্যন্ত বোতাফোগোর হয়ে চুক্তিবদ্ধ হওয়ার জেফারসন জানিয়েছেন, সত্যি বলছি, এ ক্লাবটির সঙ্গে আমার নতুন করে চুক্তি নবায়ন হবে, ভাবতে পারিনি। আমি এ ক্লাবের হয়ে ৫০০ ম্যাচ খেলতে চাই। জানি, ৫০০-৬০০ ম্যাচ খেলা অনেক কঠিন কাজ। কিন্তু, আমি সত্যিই ক্লাবের হয়ে ৫০০ ম্যাচের ক্লাবে যোগ দিতে প্রস্তুত।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ২১ ম্যাচ খেলা জেফারসন আরও যোগ করে বলেন, আমি নির্দিষ্ট কোনো ফুটবলারকে টপকে ৫০০ ম্যাচ খেলতে চাইনা। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত লক্ষ্য।

বোতাফোগোর হয়ে সর্বোচ্চ ৭২৩ ম্যাচ খেলেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার নিলটন সান্তোস। সেলেকাওদের হয়ে দুইবার বিশ্বকাপ শিরোপার স্বাদ নেওয়া সান্তোস ১৯৪৮ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বোতাফোগোতে খেলেছেন। ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বশিরোপা জেতা আরেক কিংবদন্তি গ্যারিঞ্চা ১৯৫৩-১৯৬৫ সাল পর্যন্ত এ ক্লাবে খেলেছেন ৬১২টি ম্যাচ। বর্তমানে বোতাফোগোর হয়ে শীর্ষ ম্যাচ খেলার তালিকায় দশম স্থানে রয়েছেন জেফারসন। যদি তিনি ক্লাবটির হয়ে ৫০০ ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন, তবে এ ক্লাবের হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলারের খেতাব পাবেন সেলেকাও গোলরক্ষক।

২০১১ সালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে জেফারসনের। ২০১৩ সালের কনফেডারেশন কাপের ২৩ জনের স্কোয়াডে জায়গা পান তিনি। ২০১৪ সালের বিশ্বকাপের আসরে লুইস ফেলিপ স্কলারির দলে ছিলেন। তবে, বিশ্বমঞ্চে স্কলারির আস্থাভাজন হিসেবে খেলেছিলেন জুলিও সিজার।

বিশ্বকাপের পর স্কলারির স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয় মেয়াদে কোচের দায়িত্ব পান কার্লোস দুঙ্গা। তার ঘোষিত দলে আবারো ডাক পান জেফারসন। বিশ্বকাপের পর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি শট আটকে দিয়ে দৃষ্টি কাড়েন তিনি। সে ম্যাচে ২-০ গোলের জয় পায় ব্রাজিল। ২০১৫ সালের কোপা আমেরিকার আসরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে সেলেকাওরা। গ্রুপপর্ব থেকে শুরু করে ছিটকে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত গোলবার আগলে রাখেন জেফারসন।

কোস্টারিকা আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দুঙ্গা। ২৪ সদস্যের সে দলে গোলরক্ষক রয়েছেন তিনজন। সেখানে মার্সেলো গ্রহি আর আলিনসনের থেকে দুঙ্গার আস্থা জেফারসনেই। ৫ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। নিউ জার্সির সে ম্যাচের পর ৯ সেপ্টেম্বর ফক্সবোরতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দুঙ্গার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।