ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে এক পা ম্যানইউর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে এক পা ম্যানইউর ছবি: সংগৃহীত

ঢাকা: মেম্ফিস ডিপাইয়ের অসাধারণ নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ বাধা অনেকটাই দূর করল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।

দলের হয়ে দুটি গোল করেন ডিপাই। তিন নম্বর গোলটিও আসে তার পাস থেকে।

ওল্ড ট্রাফোর্ডে মাইকেল ক্যারিকের আত্মঘাতী গোলের সুবাদে খেলার আট মিনিটেই লিড নেয় ক্লাব ব্রুজ। অবশ্য, পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিকরা। এ মৌসুমেই ম্যানইউতে যোগ দেয়া ডিপাই ক্লাবের হয়ে প্রথম গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে স্বদেশী ড্যালি ব্লাইন্ডের পাস থেকে ২১ বছর বয়সী এ উইঙ্গার নিজের জোড়া গোল পূরণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক হলেও গোলের দেখা পাননি রুনি-মাতা-ডিপাইরা। ৮০ মিনিটে হাভিয়ের হার্নান্দেজকে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ব্র্যান্ডন মিচেল। ১০ জনের দলে পরিণত হওয়ার ১৪ মিনিট পর আরো একটি গোল হজম করে ক্লাব ব্রুজ। ইনজুরি সময়ের চার মিনিটের মাথায় ডিপাইয়ের ক্রস থেকে বল জালে জড়ান বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।

আগামী বুধবার (২৬ আগস্ট) ক্লাব ব্রুজের মাঠে ফিরতি পর্বের ম্যাচ খেলবে ম্যানইউ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।