ঢাকা: এ যেন লিগ শিরোপা বা চ্যাম্পিয়নস লিগ জয়ের উদযাপন। পুরো শহর জুড়ে হাজারো সমর্থদের উল্লাস।
ট্রেবল জয়ী বার্সার বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে জয় পায় বিলবাও। সে ম্যাচে আকাশে উড়তে থাকা লুইস এনরিক শিষ্যদের মাটিতে নামায় বিলবাও।
এ শিরোপা জিততে হলে কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে অন্তত ৫-০ গোলে জয় পেতে হতো। তবে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হওয়ায় ৫-১ ব্যবধানের অ্যাগ্রিগেটে নিয়ে বিজয় উল্লাস করে বিলবাও।
এর আগে কোপা দেল রে’র ফাইনালে বিলবাওকে হারিয়ে গত মৌসুমের ট্রেবল জয়ে এগিয়েছিল লিওনেল মেসিরা। আর মে মাসে কিংস কাপের ফাইনালেও দলটিকে ৩-১ ব্যবধানে হারায় বার্সা।
এছাড়া বিলবাও ১৯৭৭ ও ২০১২ সালে ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। তবে ইউরোপের দ্বিতীয় সারির ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত এ আসরে প্রথমবার জুভেন্টাস ও দ্বিতীয়বার অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারে দলটি।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএস