ঢাকা: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের দৌড়ে তুমুল উত্তেজনা শেষে স্বর্ণ জিতলেন উসাইন বোল্ট। দৌড়ের রোমাঞ্চকর এ প্রতিযোগিতায় সেরা হতে বোল্ট সময় নেন ৯.৭৯ সেকেন্ড।
বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামের এ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন আরেক আমেরিকান তারকা ট্রেয়ভন ব্রোমেল। তিনি সময় নেন ৯.৯২।
সম্প্রতি ড্রাগ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া গ্যাটলিন এর আগে টানা ২৮টি রেসে অপরাজিত ছিলেন। তবে সঠিক সময়ে কিভাবে জিততে হয় সেটা ভালো করেই জানেন জ্যামাইকান তারকা বোল্ট।
এর আগে এই বেইজিংয়েই ২০০৮ অলিম্পিকে ত্রিনিদাদ এন্ড টোবাগোর রিচার্ড থম্পসনকে পেছনে ফেলে ১০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন বোল্ট। সেবার তিনি সেরা হতে সময় নিয়েছিলেন ৯.৬৯ সেকেন্ড।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমএমএস