ঢাকা: বয়সটা ৩১-এর ঘরে। কিন্তু, তার খেলায় বিন্দুমাত্র বয়সের ছাপ নেই।
মাশ্চেরানোরও সে রকমই ইচ্ছা। খেলোয়াড়ী জীবন শেষে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে এটিও নিশ্চিত করেছেন, খেলোয়াড় অপেক্ষা কোচের ভূমিকায় থাকাটাই কঠিন।
রেডিও মেট্রোকে দেওয়া সাক্ষাৎকারে মাশ্চেরানো বলেন, ‘খেলোয়াড় হিসেবে প্রায় প্রত্যেকেরই ভবিষ্যতে কোচ হওয়ার ঝোঁকটা বেশি থাকে। আমার ক্ষেত্রেও ব্যাপারটি সেরকমই। তবে খেলোয়াড়ী জীবন ছেড়ে হঠাৎ করে কোচ হিসেবে সফল হওয়াটা মোটেও সহজসাধ্য নয়। তবে সারা জীবন বিভিন্ন কোচদের কাছ থেকে যা কিছু শিখেছি তাই প্রয়োগ করার চেষ্টা করব। যতদিন সম্ভব ফুটবলের সঙ্গেই থাকব। ’
২০১০ সালে লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান মাশ্চেরানো। সর্বশেষ গত মৌসুমে বার্সার ট্রেবল জয়ের পেছনে তার অবদান ছিল চোখে পড়ার মতো। মিডফিল্ড, ডিফেন্স দুই পজিশনেই তিনি সমান পারদর্শী। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি হার্নান্দেজের মতো তারকাদের টপকে ২০১৩-১৪ মৌসুমে তিনি বার্সার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরএম