ঢাকা: বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের প্রথম রাউন্ডে নিজ নিজ খেলায় শুভ সূচনা করেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে যেতে নাদাল হারান বোরনা কোরিককে, জোকোভিচ হারান জোয়াও সোউজাকে ও সেরেনা হারান ভিতালিয়া দিয়াটেচেঙ্কোকে।
ক্রোয়েশিয়ান কোরিকের বিরুদ্ধে প্রথম দুই সেটে স্প্যানিশ নাদাল ৬-৩ ও ৬-২ গেমে সহজেই জয় পান। তবে তৃতীয় সেটে কোরিক ৪-৬ গেমে জিতে ঘুরে দাড়ান। কিন্তু চতুর্থ সেটে পুরুষ আট নম্বর তারকা নাদাল ৬-৪ গেমে জিতে উৎসব করেন।
এর আগে বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ অবশ্য নিজের প্রথম খেলায় সোউজাকে পাত্তাই দেননি। ব্রাজিলিয়ান সোউজাকে এ সার্বিয়ান তারকা ৬-১, ৬-১ ও ৬-১ গেমে উড়িয়ে দেন।
অন্যদিকে নারী এককে রাশিয়ান দিয়াটেচেঙ্কোকে কোন সুযোগই দেননি সেরেনা। নারী এককের এক নম্বর এ তারকা মাত্র ৩০ মিনিটেই জয় লাভ করেন। যদিও দিয়াটেচেঙ্কো ইনজুরির কারণে নিজেকে প্রত্যাহার করে নেন। দুই সেটে সেরেনা ৬-০, ২-০ গেমে এগিয়ে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এমএমএস