ঢাকা: গত মৌসুম শেষেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি দেওয়ার গুঞ্জন চলছিল বার্সেলোনা স্ট্রাইকার পেদ্রোর। তবে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিতেই যাচ্ছেন তিনি।
চেলসিতে এমন একজন ফুটবলারই খুজছিলেন কোচ হোসে মরিনহো। যিনি দলের প্রয়োজনে আক্রমণ ভাগে যে কোন পজিশনে খেলতে পারে। আর চেলসিতে পেদ্রোর জাতীয় দল (স্পেন) সতীর্থ দিয়েগো কস্তা জানিয়েছেন, নতুন মৌসুমে তারা আরো একটি তারকা স্ট্রাইকার নিয়ে খেলতে চান।
২০০৫ সালে বার্সার সি’দলে আর দু’বছর পর বি’দলে খেলেন পেদ্রো। অসাধারণ পারফর্মের সুবাদে ২০০৮ সালে কাতালানদের মূল দলে সুযোগ পান তিনি। দলটির হয়ে ৩২১টি ম্যাচ খেলে করেছেন ৯৯টি গোল। বার্সার হয়ে তিনি একাধিক লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয় সহ মোট ১৫টি শিরোপা জিতেছেন।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৫
এমএমএস