ঢাকা: অদূর ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার ইচ্ছাটা জিনেদিন জিদান আগেই জানিয়েছিলেন। তবে গ্যালাকটিকোদের বর্তমান কোচ রাফা বেনিতেজের স্থলাভিষিক্ত হওয়াটা একটু বাড়াবাড়িই হয়ে যায়।
তবে বেনিতেজের উত্তরসূরী যে জিদানই হতে যাচ্ছেন সেটিই জোর গলায় বলেছেন সাবেক ফ্রেঞ্চ মিডফিল্ডার ও গিনির বর্তমান কোচ লুইস ফার্নান্দেজ। এ মৌসুমেই কার্লো আনচেলত্তিকে সরিয়ে বেনিতেজকে কোচ হিসেবে নিয়োগ দেয় রিয়াল।
অন্যদিকে, গত মৌসুম থেকে রিয়ালের ‘বি’ দলের প্রধান কোচের দায়িত্বে আছেন জিদান। ২০১১ সালে তিনি ক্লাবের ক্রীড়া পরিচালকের দাযিত্ব পান। পরে ২০১৩-১৪ মৌসুমে আনচেলত্তি কোচ হওয়ার পর তার সহকারী হিসেবে কাজ করেন।
এক সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেন, ‘আমি আনচেলত্তিকে রাখার পক্ষে ছিলাম। তার হাত ধরেই লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জেতে রিয়াল। তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ায় আমি খুবই হতাশ হই। তার সঙ্গে বেনিতেজের কৌশলে কোনো মিল নেই। তাই আমি মনে করি, রিয়ালের পরবর্তী কোচ হতে যাচ্ছেন জিদান। ’
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএম