ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানসিটিতে ওটামেন্ডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
ম্যানসিটিতে ওটামেন্ডি ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ জায়ান্টরা অফিসিয়ালি বিষয়টি নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরেই ২৭ বছর বয়সী এ সেন্টার ব্যাকের ইংল্যান্ডে পাড়ি জমানোর গুঞ্জন চলছিল।

স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যানসিটিতে যোগ দিয়েছেন ওটামেন্ডি। চুক্তির আর্থিক মূল্য ৪৫ মিলিয়ন ইউরো। এর আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ওটামেন্ডিকে দলে টানতে বেশ উঠেপড়ে লেগেছিল। পরবর্তীতে রেড ডেভিলসরা অনীহা দেখানোয় সুযোগটা নেয় ম্যানসিটি।

নতুন ক্লাবে সতীর্থ হিসেবে স্বদেশী তারকা পাবলো জাবালেতা, মার্টিন দেমিচেলিস ও সার্জিও আগুয়েরোকে পাচ্ছেন ওটামেন্ডি। ত্রিশ নম্বর জার্সি গায়ে তিনি মাঠে নামবেন।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে ওটামেন্ডি উল্লেখ করেন, ‘ম্যানসিটিতে নিজের সেরাটা দেওয়ার জন্যই এসেছি। প্রতিটি ম্যাচেই নিজেকে উজাড় করে দেব। চেষ্টা থাকবে ক্লাবকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। ’

অন্যদিকে, ওটামেন্ডিকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। ‘ওটামেন্ডি সম্ভবত গত মৌসুমে লা লিগার সেরা ডিফেন্ডার ছিল। তাকে দলে পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। সে ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কোনো সন্দেহ নেই যে, সে আমাদের স্কোয়াডের জন্য সম্পূর্ণ ফিট। দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অনায়াসেই প্রিমিয়ার লিগের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। আমি নিশ্চিত যে, দলের অন্যান্য আর্জেন্টাইনের মতো ওটামেন্ডির খেলাও সমর্থকরা উপভোগ করবে। ’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।