ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসির তিন নম্বর জার্সি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
চেলসির তিন নম্বর জার্সি ছবি: সংগৃহীত

ঢাকা: নীল, সাদা জার্সির পর এবার চেলসির তিন নম্বর জার্সিটিও অবমুক্ত হলো। অফিসিয়াল টুইটার পেইজে ২০১৪-১৫ মৌসুমের জন্য কালো রঙের নতুন অ্যাওয়ে জার্সিটির ছবি প্রকাশ করেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।



এ মৌসুমে স্যামসাংয়ের বদলে জাপানের টায়ার নির্মাতা প্রতিষ্ঠান ইয়োকোহামা রাবার কোম্পানীর সঙ্গে জার্সি স্পন্সরের চুক্তি সম্পন্ন করে চেলসি। পাঁচ বছরের চুক্তিতে প্রতি মৌসুমে ব্লুজরা পাবে ৪০ মিলিয়ন পাউন্ড। চেলসির প্রতিটি জার্সি তৈরি করে জার্মানির বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।

যা ইংলিশ ফুটবল ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম জার্সি স্পন্সরের চুক্তি। এক্ষেত্রে সবচেয়ে লাভজনক অবস্থায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আমেরিকান কোম্পানী শেভ্রোলেট’র সঙ্গে তাদের চুক্তির আর্থিক মূল্য এক মৌসুমে ৫৩ মিলিয়ন পাউন্ড।

কালো রঙের নতুন জার্সিটির সামনের অংশের ডান পাশে ক্লাব লোগো, বাম পাশে অ্যাডিডাসের লোগো আর মাঝখানটাই বড় করে লেখা মূল স্পন্সর প্রতিষ্ঠানের নাম ‘ইয়োকোহামা টায়ারস। ’ সামনের অংশের প্রায় পুরোটাই অনেকটা স্ট্রাইপস (ডোরাকাটা) নকশার আদলে তৈরি করা হয়েছে। কাঁধের অংশে রয়েছে সাদা রঙের তিনটি লম্বাকৃতির স্ট্রাইপস। আর জার্সির হাতার শেষ অংশটা সাদা রঙের। পিঠের অংশটা পুরোটাই কালো।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।