ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ-২০১৮ এর এশিয়া অঞ্চলের বাছাইপর্বে অস্ট্রেলিয়া এবং একটি প্রীতিম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে।

২৬ আগস্ট মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল।

সেখানে ২৯ আগস্ট একমাত্র প্রীতিম্যাচ খেলে লাল-সবুজের জার্সিধারীরা অস্ট্রেলিয়ায় উড়াল দেবে। পার্থে ৩ সেপ্টেম্বর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে মামুনুল-এনামুল-হেমন্তরা।

২৩ সদস্যের চূড়ান্ত দলকে রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ৩টায় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করে বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া। এই প্রথম বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে মামুনুলরা। অজিদের ঘোষিত ২৩ সদস্যের এই দলে রয়েছেন দেশটির তারকা স্ট্রাইকার টিম কাহিল। আরও রয়েছেন ভ্যালেন্সিয়ায় খেলা গোলরক্ষক ম্যাথিউ রায়ান, বায়ার লেভারকুজেনের ফরোয়ার্ড রবি ক্রুজ, ইংলিশ প্রিমিয়ারের দল ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার মাইল জেদিনাক।

২৩ সদস্যের বাংলাদেশ দল :

গোলরক্ষক:
শহীদুল আলম, রাসেল মাহমুদ, আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্স: রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মোহাম্মদ লিঙ্কন, তপু বর্মণ, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম।

মিডফিল্ড: মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, ইমন মাহমুদ।

ফরোয়ার্ড: তকলিচ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, জুয়েল রানা, আবদুল বাতেন কোমল, এনামুল হক।

২৩ সদস্যের অস্ট্রেলিয়া দল:
অ্যালেক্স কিসাক, অ্যাডাম ফেডরিসি, ম্যাথিউ রায়ান, ম্যাথু স্পিরানোভিচ, অ্যালেক্স উইকিনসন, এজাজ বেহিচ, জেসন ডেভিডসন, তারেক এলরিচ, বেইলি রাই, রায়ান ম্যাকগোয়ান, মার্ক মিলিগাম, মাইল জেদিনাক, টমি ওয়ার, মাসিমো লুয়োনগো, ম্যাট ম্যাকেই, টম রজিক, অ্যারন মুই, জ্যাকসন অরভিন, টিম কাহিল, ম্যাথু লেকি, টমি জুরিক, নাথান বার্নাস, রবি ক্রুজ।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।