ঢাকা: কার্লোস তেভেজের সংগ্রামমুখর জীবন অনেক আর্জেন্টাইনের হৃদয়ে তাকে বিশেষ স্থান দিয়েছে। কিন্তু, তেভেজ নিজেই বারবার আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে তার থেকেও উপরে রেখেছেন।
বার্সেলোনাকে গত মৌসুমে ট্রেবল শিরোপা পাইয়ে দেওয়া মেসি আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে নিজের দলকে ফাইনালে তুললেও শিরোপা পাইয়ে দিতে পারেননি। ৪৪তম কোপা আমেরিকায় ২২ বছরে শিরোপা খরা কাটানোর লক্ষ্যে দেশকে নিয়ে ফাইনালে উঠেছিলেন মেসি। কিন্তু, স্বাগতিক চিলির বিপক্ষে হেরে সমালোচনার দুয়ার যেন আবার খুলে যায়।
সমালোচনার জবাব দিতে দলের কোচ থেকে শুরু করে ফুটবল বোদ্ধারা মেসির পাশে দাঁড়িয়েছেন বহুবার। এবার আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ জোর গলায় বলেছেন মেসির সমালোচনা অযৌক্তিক।
তেভেজ আগেই জানিয়েছিলেন, যারা মেসিকে নিয়ে সমালোচনা করেন তারা ফুটবলই বোঝেন না।
মেসির সমালোচনার জবাব দিতে গিয়ে তেভেজ ‘আমেরিকা’ নামের একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, আমি যদি মেসির জায়গায় থাকতাম, আর এরকম সমালোচনায় বিদ্ধ হতাম, তাহলে আমি আর্জেন্টাইনদের বলতাম ‘জাহান্নামে যাও’। মেসি আর্জেন্টিনার জার্সি ভালোবাসে জন্যই আবারো দেশের হয়ে মাঠে নামবে।
তিনি আরও যোগ করেন, একজন সাংবাদিক হিসেবে আপনি প্রতিদিন অনেক সংবাদ প্রেরণ করেন। আপনি একজন ফুটবলারকে পছন্দ করতে পারেন, তেমনি অপছন্দও করতে পারেন। আপনি একজন ফুটবলারের সমালোচনা করতে পারেন, যদি সে বাজে পারফর্ম করে কিংবা ম্যাচের জন্য ফিট না থাকে। কিন্তু, মেসির মতো একজন ফুটবলারকে সমালোচনা করে মেরে ফেলতে পারেন না।
কিছুদিন আগে আর্জেন্টিনার সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় মানু জিনোবিলি জানিয়েছিলেন, মেসি অবিশ্বাস্য একজন ফুটবলার। সে আমাদের দুটি বড় টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গেছে। তার সমালোচনা করাটা আমার কাছে অদ্ভুত লাগে। একদিন হয়তো সমালোচকদের জন্য আর্জেন্টিনার হয়ে মেসি খেলাই ছেড়ে দেবে। তখন আর্জেন্টাইনদের মতো সমালোচকদের হতাশ হওয়া ছাড়া কিছুই করার থাকবে না।
৪ সেপ্টেম্বর বলিভিয়া এবং ৮ সেপ্টেম্বর মেক্সিকোর বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার নিয়মিত অধিনায়ক মেসিকে দলে রাখা হয়েছে।
স্কোয়াড ঘোষণার আগে জোড় গুঞ্জন উঠেছিল, দেশের জার্সিতে বেশ কিছুদিন খেলবেন না বর্তমান সেরা এ তারকা। অনেকটা অভিমান থেকেই এই সিদ্ধান্ত নেন মেসি। আর সেটি দলের কোচ মার্টিনোকেও নাকি জানিয়েছিলেন তিনি। কিন্তু, মার্টিনো মেসির এমন সিদ্ধান্তে কান দেননি। তাকে অধিনায়ক রেখেই দল ঘোষণা করেন আর্জেন্টাইন এ কোচ। সম্প্রতি মার্টিনো মেসির সমালোচনা থামাতে গিয়ে বলেছিলেন, কীভাবে এতো সমালোচনা শুনেও মেসি আর্জেন্টিনার হয়ে খেলতে নামে? আমি তার জায়গায় থাকলে আরও বহু আগেই আর্জেন্টাইনদের হয়ে খেলা ছেড়ে দিতাম।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৫
এমআর