ঢাকা: ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তনি গ্রিজম্যানের একমাত্র গোলে জয় দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। লিগের প্রথম ১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা।
ভিসেন্তে কালদেরনে লাস পালমাসের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় অ্যাতলেতিকো। ৪৫ হাজার দর্শকের সামনে লিড নিতেও খুব একটা সময় নেয়নি স্বাগতিকরা। ১৬ মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে দর্শনীয় গোল করেন গ্রিজম্যান। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে লিড বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন তোরেস-কোকে-গাবি-গ্রিজম্যানরা। ম্যাচের ৬২ শতাংশ বল অ্যাতলেতিকোর দখলে থাকে। অন্যদিকে, গোলমুখে মাত্র একটি শট নেয় পালমাস। তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় তাদের আর গোল হজম করতে হয়নি। নির্ধারিত সময় শেষে ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দশবারের চ্যাম্পিয়নরা।
রোববার (৩০ আগস্ট) পরবর্তী ম্যাচে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে অ্যাতলেতিকো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
আরএম