ঢাকা: ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা তারকা ফুটবলাররা আস্তে আস্তে মেজর লিগ সকারে নিজেদের জায়গা করে নিচ্ছেন। রাউল গঞ্জালেস থেকে শুরু করে ডেভিড বেকহাম, ডেভিড ভিয়া, আন্দ্রে পিরলো, স্টিভেন জেরার্ড আর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এখন যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে দৌড়াচ্ছেন।
গত মৌসুম শেষে ব্লুজদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে মেজর লিগের দল মন্ট্রেয়ালে পাড়ি দেন দ্রগবা। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচ খেলতে নামেন সাবেক আইভোরি কোস্টের অধিনায়ক। তবে হার দিয়েই অভিষেক ম্যাচ শুরু করলেন তিনি।
এদিন ম্যাচের ৫৯ মিনিটে মাঠে নামেন চেলসির সাবেক এ কিংবদন্তি। তার মাঠে নামাকে স্বাগত জানিয়ে পুরো স্টেডিয়াম করতালিতে মুখরিত করেন সমর্থকরা। তবে ম্যাচের ৭৮ মিনিটে বিপক্ষ দলের ফুটবলার সিবাস্তেইন লে টোক্স গোল করলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। আর এই গোলেই শেষ পর্যন্ত টানা পাঁচ ম্যাচ হারের পর জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
বিপক্ষ দল জয় পাওয়ায় অভিষেক ম্যাচে হার মানতে হলো দ্রগবাকে। মাঠের খেলায় এদিন তিনি ৩১ মিনিটে দুটি শট ও দুটি ফাউল (অবৈধ বাধা) করেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৫
এমএমএস