ঢাকা: ২৪ আগস্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে কুস্তি প্রশিক্ষণ ক্যাম্প। এই ক্যাম্পে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকেও।
৫ জন কুস্তিগীররা হলেন মো. বিল্লাল হোসেন (৯৭ কেজি ওজন শ্রেণি), শাহীনুল ইসলাম (৭৪ কেজি ওজন শ্রেণি), আল রাজীব (৭০ কেজি ওজন শ্রেণি), সুজন দাশ (৬৫ কেজি ওজন শ্রেণি) ও মেজবাউল মোকাররম (৬১ কেজি ওজন শ্রেণি)।
এই প্রশিক্ষণ ক্যাম্প বাংলাদেশের খেলোয়াড়দের আসন্ন এসএ গেমসে ভালো করার ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করেন খেলোয়াড় বিল্লাল হোসেন। এবারই প্রথম প্রশিক্ষণ নিতে বিদেশ যাচ্ছেন বলেও জানান তিনি। তবে এর আগে তিনি বেশ কয়েকবার বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
তেহরান যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি ও ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্প খেলোয়াড়দের বেশ কাজে লাগে। খেলোয়াড়রা অনেক কিছু শেখার সুযোগ পায়। এই ক্যাম্পে অংশ নিতে আমাদের আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে বিষয়টি আমরা সাদরে গ্রহণ করি। এ ধরনের ক্যাম্পকে আমরা সব সময়ই সাধুবাদ জানাই। আশা করছি আমাদের খেলোয়াড়রা ভালো কিছু শিখে আসবে এবং সেগুলো আসন্ন এসএ গেমসে কাজে লাগাবে। ’
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমআর