ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের নতুন মৌসুমে যেন উড়েই চলেছে জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। এ মৌসুমে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা।
ম্যানসিটি এর আগে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচকে ৩-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে।
দলের হয়ে এভারটনের বিপক্ষে গোল করেন আলেকজান্ডার কোলারভ এবং সামির নাসরি।
লিভারপুলের গুডিসন পার্ক মাঠে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে, প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এভারটনের তারকা স্ট্রাইকার রোমলো লুকাকু গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। বেলজিয়ামের এ তারকা একটি জোরালো শট ম্যানসিটির বারে লেগে ফিরে যায়।
বিরতির পর খেলার ৬০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ম্যানসিটি। রাহিম স্টার্লিংয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন কোলারভ। আর দ্বিতীয় গোলের দেখা পেতে পেল্লেগ্রেনির শিষ্যদের আরও ২৮ মিনিট অপেক্ষা করতে হয়। ম্যাচের ৭৮ মিনিটে স্টার্লিংয়ের বদলি হিসেবে মাঠে নামেন সামির নাসরি। তিনি ম্যাচের ৮৮ মিনিটে দলকে দ্বিতীয় গোল পাইয়ে দেন। ইয়াইয়া তোরের অ্যাসিস্ট থেকে গোলটি করেন নাসরি।
বাকী সময় আর কোনো গোল না হলে ২-০ গোলের জয়ের সাথে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। এ জয়ের পর পয়েন্ট টেবিলে তিন ম্যাচের তিনটিতে জয় পাওয়া ম্যানসিটির পয়েন্ট সর্বোচ্চ ৯।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৫
এমআর