ঢাকা: ১৯৯৩ সাল থেকে ২০১৫। দীর্ঘ ২২ বছর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এ মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়া রাফায়েল বেনিতেজের।
কার্লো আনচেলত্তির পর কোচের আসনে স্পেনের সফলতম ক্লাব রিয়ালের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেন বেনিতেজ।
ক্লাবের সাবেক তারকা মিডফিল্ডার রুবেন ডি’লা বেনিতেজের সমালোচনা থামাতে জানিয়েছেন, এত দ্রুত রিয়ালের নতুন কোচকে নিয়ে সমালোচনা করা ঠিক হচ্ছেনা। এদিকে, ক্লাবের ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো জানিয়েছেন, বিস্ময়কর হলেও সত্যি যে বেনিতেজ এ মৌসুমে দলের চেহারা পাল্টে দিতে প্রস্তুত।
লা লিগা আর মৌসুমের প্রথম ম্যাচেই হোঁচট খাওয়া বেনিতেজের শিষ্যরা দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করে। বেনিতেজের অধীনে প্রাকমৌসুমে দারুণ ভাবে ছুটে চলা লা গ্যালাকটিকোরা সম্প্রতি ‘গোলখরা’র যে তকমা পেয়েছে তা আবারো প্রমাণ করে।
রুবেন ডি’লা বলেন, এত দ্রুত বেনিতেজকে বিচার করা যাবেনা। তাকে সময় দিতে হবে। যখন একজন কোচ নতুন একটি দলের দায়িত্ব নেন, তখন তার অবশ্যই কয়েক মাস সময় লাগে দলকে গুছিয়ে নিতে। আমি নিশ্চিত যে, বেনিতেজ নতুন মৌসুমে দারুণ কিছু করে দেখাবে। রিয়াল ভক্তদের প্রয়োজন বেনিতেজকে সমর্থন আর সময় দেওয়া।
এদিকে, দলের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো তার নতুন কোচ প্রসঙ্গে বলেছেন, এ মুহূর্তে আমরা নিজেদের সেরা ফর্মে নেই। বেনিতেজের কোচিংয়ে আমাদের বিশ্বাস রয়েছে। একটা মাত্র ম্যাচ শেষ হয়েছে। আর তা থেকেই আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বেনিতেজ একজন কোচ হিসেবে অসাধারণ। তিনি আমাদের সঙ্গে অনেক বেশি কথা বলেন, আমাদের উন্নতির পথ বাতলে দেন।
বেনিতেজের ক্লাব কোচিং ক্যারিয়ারের শুরু রিয়ালেই। ১৯৯৩ সালে রিয়ালের ‘বি’ দলের দায়িত্ব দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা বেনিতেজ ভ্যালেন্সিয়া, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, নাপোলির মতো বড় বড় ক্লাবকে কোচিং করিয়েছেন।
ভ্যালেন্সিয়াকে দুইবার লা লিগা, একবার উয়েফা কাপ পাইয়ে দিয়েছিলেন বেনিতেজ। এছাড়া ইংলিশ জায়ান্ট লিভারপুলকে এফএ কাপ, কমিউনিটি শিল্ডের শিরোপা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, উয়েফা সুপার কাপের শিরোপা জিতিয়েছিলেন। ইন্টারকে ২০১০ সালে পাইয়ে দিয়েছিলেন সুপারকোপা ইটালিয়ানা আর ফিফা ক্লাব বিশ্বকাপ। চেলসিকে জিতিয়েছিলেন উয়েফা ইউরোপা লিগ আর নাপোলিকে পাইয়ে দেন কোপা ইটালিয়া আর সুপার কোপা ইটালিয়ানা।
কোচ হিসেবে জিতেছেন ২০০২ সালের লা লিগার বর্ষসেরা খেতাব। এছাড়া পরপর দুইবার উয়েফার বর্ষসেরা কোচ হন বেনিতেজ।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৫
এমআর