ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশাল প্রস্তাবে নেইমারকে আটকাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
বিশাল প্রস্তাবে নেইমারকে আটকাচ্ছে বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: বেশ কিছুদিন ধরে ইউরোপিয়ান ফুটবলে বড় আলোচনার বিষয় বার্সেলোনা থেকে নেইমারকে ম্যাচেস্টার ইউনাইটেডে নিয়ে যাওয়া হবে। এতে ইংলিশ জায়ন্টদের বড় অঙ্ক খরচ করতে হলেও তারা রাজি।

তবে ট্রেবল জয়ী বার্সা অর্থের অঙ্কটা এতটাই বাড়িয়ে দিয়েছে যে, ব্রাজিলিয়ান অধিনায়ককে দলে নিতে হলে রেড ডেভিলসদের ঘাম ঝড়াতে হবে।

বর্তমানে বার্সার সঙ্গে নেইমারের ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তবে এ বছর পর ২৩ বছর বয়সী এ তারকার সঙ্গে এ বছর থেকে পাঁচ বছরের মেয়াদ বাড়ানো হবে। যা ২০২১ সাল পর্যন্ত হবে। আর এবার তার ‘বাইআউট ক্লজ’ ধরা হবে ১৮২ মিলিয়ন পাউন্ড। ইউরোর হিসেবে যা ২৫০ মিলিয়ন।

সুতরাং নেইমারকে কোন ক্লাব ২০২১ সালের আগে যদি দলে ভেড়াতে চায় তবে ২৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। এটি মূলত প্রমাণ করে কাতালান ক্লাবটি কোন রকমেই ফুটবলের এ সেনশেসনকে হারাতে চায় না। এখন পর্যন্ত রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি দিয়েছিলেন গ্যারেথ বেল।

এদিকে ২০১৩ সালের চুক্তিতে নেইমারের বার্ষিক বেতন ৬.৪ মিলিয়ন পাউন্ড ছিল। তবে নতুন চুক্তি এই বেতনও অনেক বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বার্সা। যা লিওনেল মেসির পরেই তার স্থান করে দিবে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে মেসি বার্সার হয়ে প্রতি বছর পাচ্ছেন ১৪.৬ মিলিয়ন পাউন্ড। আর বার্সায় পরের অবস্থানে থাকা লুইস সুয়ারেজ পাচ্ছেন ৭.৩ মিলিয়ন পাউন্ড। আর নেইমারের সঙ্গে নতুন চুক্তি হলে মেসির পরেই অবস্থান করবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।