ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্বপ্ন নিয়ে উড়াল দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
স্বপ্ন নিয়ে উড়াল দিল বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। এর আগে রয়েছে মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ।

সে লক্ষ্যে মালয়েশিয়ার পথে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ঢাকা ছাড়ে।
 
মালয়েশিয়ায় ২৯ আগস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। অজিদের বিপক্ষে পার্থে বাংলাদেশের ম্যাচটি ৩ সেপ্টেম্বর।
 
সর্বশেষ ফিফা ৠাংকিংয়ে বাংলাদেশের অবস্থান একধাপ পিছিয়ে ১৭০তম। দুইধাপ পিছিয়ে অস্ট্রেলিয়া রয়েছে ৬১তম স্থানে। আর কোনো পরিবর্তন নেই ১৬৮ নম্বরে থাকা মালয়েশিয়ার। প্রতিপক্ষ দুই দলই লাল-সবুজদের থেকে এগিয়ে থাকলেও তাতে মোটেই ভীত নয় বাংলাদেশ-এমনটি জানান বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম।
 
প্রথম দুটি হোম ম্যাচের একটিতে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারলেও অপরটিতে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। অপরদিকে, অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ২-১ গোলে হারিয়েছে।
 
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলের খেলায় বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে আরও রয়েছে কিরগিজস্তান, তাজিকিস্তান, অস্ট্রেলিয়া ও জর্ডান।
 
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।