ঢাকা: অবশেষে গোল খরা কাটালো ওয়েন রুনি। চ্যাম্পিয়নস লিগে প্লে অফে দ্বিতীয় লেগের ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে এ স্ট্রাইকারের হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
গত ১০ ম্যাচে কোন গোল না করা রুনি ইনজুরি জর্জরিত ব্রুগারের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছেন। এর আগে ওল্ড ট্রাফোডে প্রথম লেগের ম্যাচে রেড ডেভিলসরা ৩-১ গোলে জয় পেয়েছিল।
পুরো ম্যাচে এদিন আধিপত্য বিস্তার করা ম্যানইউ খেলার ২০ মিনিটেই লিড নেয়। মেমপিস ডিপের কর্ণার শট থেকে পাওয়া বলে পাঁ লাগিয়ে নিজের ও দলের হয়ে প্রথম গোল করেন রুনি। পরে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।
বিরতির পর অবশ্য আরো জ্জ্বলে ওঠে ম্যানইউ। ম্যাচের ৪৯ মিনিটেই আন্দ্রে হেরেরার অ্যাসিস্টে নিজের জোড়া গোল পূর্ণ করেন রুনি। আর ৫৭ মিনিটে হুয়ান মাতা পাসে আরো একটি গোল করলে ২০০৪ সালের পর প্রথম ইউরোপিয়ান হ্যাটট্রিক করেন রুনি।
এদিন ম্যাচের ৬৩ মিনিটে ব্রুগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হেরেরা। বাস্তিয়ান শোয়েইস্টাইগারের সহায়তায় গোলটি করেন তিনি।
ম্যাচের শেষ দিকে অবশ্য ম্যানইউ আরো একটি সুযোগ পেয়েছিল। খেলার ৮১ মিনিটে দলটি পেনাল্টি লাভ করে। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করে নিতে পারেন নি জাভিয়ার হার্নান্দেজ।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস