ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সানিয়ার ‘খেলরত্ন’ পুরস্কার অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
সানিয়ার ‘খেলরত্ন’ পুরস্কার অনিশ্চিত সানিয়া মির্জা

ঢাকা: উইম্বলডন টেনিস ডাবলসে ট্রফি জয়ের পর ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ‘খেলরত্ন’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন সানিয়া মির্জা। ক’দিন পরেই ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কারটি নেওয়ার কথা রয়েছে তার।

তবে দেশটির প্যারা অলিম্পিয়ান হেশানগর নাগরাজেগৌড় গিরিশের আবেদনের ভিত্তিতে সানিয়াকে ক্রীড়া সম্মানটি প্রদানে স্থগিতাদেশ দিয়েছে কর্নাটক হাইকোর্ট।

২০১২ প্যারা অলিম্পিকে রুপা জয়ী গিরিশের দাবী, খেলরত্ন পুরস্কার পওয়ার জন্য যে পয়েন্টে প্রয়োজন তা সানিয়ার থেকে তার বেশি রয়েছে। তাই ‘রাজিব গান্ধী খেলরত্ন’ তারই প্রাপ্য।

কর্নাটক হাইকোর্টের বিচারপতি এ এস বোপান্না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রনালয় ও সানিয়াকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। পুরস্কারটি দেওয়ার জন্য পয়েন্টের যে ব্যবস্থা রাখা হয়েছে তাতে গিরিশকে কেন বিবেচনা করা হয়নি জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব চেয়েছে আদালত।

এদিকে গিরিশ আদালতের কাছে বলেছেন, ‘খেলরত্নের সরকারি বিজ্ঞপ্তিতে যেসব ইভেন্ট রয়েছে তাতে উইম্বলডনের নাম নেই। তাই সানিয়ার উইম্বলডন খেতাব এ ক্ষেত্রেও বিবেচ্য হতে পারে না। ’

শনিবার (২৯ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে খেলরত্ন পুরস্কারটি দেওয়া হবে। অন্যদিকে সোমবার (৩১ আগস্ট) ইউএস ওপেন শুরু হওয়া স্বত্তেও সানিয়া ইতোমধ্যে পুরস্কারটি নিতে ভারতে পৌঁছেছেন। তবে আদালতের রায়ে পুরস্কারটি তিনি পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।