ঢাকা: ফ্রেঞ্চ ক্লাব মোনাকোতে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ফ্যাবিও কোয়েন্ত্রাও। তবে স্থায়ীভাবে নয়, এক বছরের ধারের চুক্তিতে বার্নাব্যু ছেড়েছেন ২৭ বছর বয়সী এ লেফটব্যাক।
অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে কোয়েন্ত্রাওয়ের চুক্তির বিষয়টি নিশ্চিত করে রিয়াল। ২০১৬ সালের জুনে তার এক বছরের ধারের চুক্তির মেয়াদ শেষ হবে। আর্থিক মূল্য জানা যায়নি।
মোনাকো ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিচ্ছেন তরুণ ফ্রেঞ্চ ডিফেন্ডার লেভিন কারজাওয়া। এ কারণেই লেফটব্যাকের শূন্যস্থান পূরণে কোয়েন্ত্রাকে দলে ভেড়ায় মোনাকো।
মোনোকোর প্রেসিডেন্ট ভাদিম ভাসিলেভ বলেন, ‘কোয়েন্ত্রাও এক বছরের ধারের চুক্তিতে আমাদের ক্লাবে যোগ দিয়েছেন। মূলত, লেভিন পিএসজিতে যোগ দিতে চাওয়ায় আমরা বিকল্প হিসেবে কোয়েন্ত্রাওকে বেছে নিই। ’
ইনজুরির কারণে গত মৌসুমে রিয়ালের হয়ে মাত্র ৯টি লিগ ম্যাচ খেলেন কোয়েন্ত্রাও। সব মিলিয়ে ১৭টি। তাছাড়া, ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর কারণে তিনি প্রথম একাদশে সুযোগ পেতেন না। দলে নিয়মিত না হওয়ায় সম্প্রতি তার স্থায়ীভাবেই বার্নাব্যু ছাড়ার গুঞ্জন ছিল। কিন্তু, আপাতত এখন তা এক বছরের ধারের চুক্তিতেই সীমাবদ্ধ রইলো।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আরএম