ঢাকা: বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জাস্টিন গ্যাটলিনকে টপকে ২০০ মিটারের ফাইনালে শেষ হাসি হাসলেন জ্যামাইকান উসাইন বোল্ট। ফলে, বোল্টের বিপক্ষে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হল না গ্যাটলিনের।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বেইজিংয়ের ন্যাশনাল (বার্ডস নেস্ট) স্টেডিয়ামে অনুষ্ঠিত স্প্রিন্টে গ্যাটলিনকে নতুন করে হারের হতাশায় ডোবাতে বোল্ট পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিততে সময় নেন ১৯.৫৫ সেকেন্ড।
এর আগে বুধবারের সেমিফাইনালে মার্কিন তারকা গ্যাটলিনের কাছে টাইমিংয়ে পরাস্ত হয়েছিলেন বোল্ট। তবে, ফাইনালের ট্র্যাকে হার মানতে নারাজ এ স্প্রিন্ট কিং ঠিকই গ্যাটলিনকে টপকে গেলেন।
২০০ মিটার স্প্রিন্টে রৌপ্যজয়ী গ্যাটলিনের সময় লেগেছে ১৯.৭৪ সেকেন্ড।
এর আগে গত সপ্তাহে ১০০ মিটার স্প্রিন্টেও গ্যাটলিনকে হারিয়ে স্বর্ণ জিতেছিলেন জ্যামাইকান সুপারস্টার বোল্ট। ১০০ মিটারে সময় নিয়েছিলেন ৯.৭৯ সেকেন্ড।
২০০৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটারের বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন বোল্ট। সবচেয়ে বেশিবার এই দুটি ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ডও জ্যামাইকান এ তারকার দখলে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর