ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র হয়েছে। ২০১৫-১৬ মৌসুমে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে।
গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ১৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছর ২৮ মে। ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের যৌথ ভেন্যু ইতালির সান সিরোতে ফাইনাল হবে।
গ্রুপ এ: প্যারিস সেইন্ট-জার্মেইন, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, মালমো
গ্রুপ বি: পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, সিএসকেএ মস্কো, উলফসবার্গ
গ্রুপ সি: বেনফিকা, অ্যাতলেটিকো মাদ্রিদ, গ্যালাতাসারে, আস্তানা
গ্রুপ ডি: জুভেন্টাসের, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া মনশেনগ্লাডবাখ
গ্রুপ ই: বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, রোমা, বাতে বোরিসভ
গ্রুপ এফ: বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকোস, ডাইনামো জাগ্রেব
গ্রুপ জি: চেলসি, পোর্তো, ডায়নামো কিয়েভ, ম্যাকাবি তেল আবিব
গ্রুপ এইচ: জেনি, ভ্যালেন্সিয়া, অলিম্পিক লিয়ন, জেন্ত
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫ আপডেট: ২৩০০ ঘণ্টা
এমআর