ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেরা গোলের পুরস্কারও মেসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
সেরা গোলের পুরস্কারও মেসির ছবি: সংগৃহীত

ঢাকা: ফের উয়েফার বর্ষসেরার পুরস্কার পেয়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ২০১৪-১৫ মৌসুমের উয়েফা বর্ষসেরা হতে মেসি টপকে যান রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, বার্সার আরেক তারকা লুইস সুয়ারেজকে।

শুধু বর্ষসেরা ফুটবলার নন, মেসি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা গোলের পুরস্কারও পেয়েছেন।

চ্যাম্পিয়নস লিগের ড্র আর বর্ষসেরার ঘোষণার মূল অনুষ্ঠানে মোনাকোতে মেসিকে এ স্বীকৃতি দেওয়া হয়। চ্যাম্পিয়নস লিগের গত আসরের সেমিফাইনালের প্রথম লেগে  বায়ার্ন মিউনিখের তারকা জেরোম বোয়েতাং আর গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে বোকা বানিয়ে অসাধারণ একটি গোল করেছিলেন মেসি। আর সেটিই বিপুল ভোটে নির্বাচিত হয়েছে গত মৌসুমের সেরা গোল হিসেবে।

ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থার ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটে পুরস্কারটি জিততে রিয়াল মাদ্রিদের রোনালদোকে পেছনে ফেলেন মেসি। মেসির সেই গোলটি ৩৯ শতাংশ ভোট পেয়েছে। আর লিভারপুলের বিপক্ষে করা অ্যানফিল্ডে রোনালদোর গোলটি ২৪ শতাংশ ভোট পেয়ে হয়েছে দ্বিতীয়।
 
তৃতীয় স্থানে থাকা আর্সেনালের অ্যারন রামসে পেয়েছেন ৯ শতাংশ ভোট। মেসির ক্লাব সতীর্থ ব্রাজিল তারকা নেইমার ৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।

ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জেতা ওই ম্যাচে আরেকটি গোল করেছিলেন মেসি।

মেসির গোলের ভিডিওটি:



বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।