ঢাকা: প্রতি আসরেই চ্যাম্পিয়নস লিগের অন্যতম ফেভারিট দল রিয়াল মাদিদ। ইতোমধ্যেই ২০১৫-১৬ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে।
গ্রুপ ‘এ’ তে রিয়ালের তিন প্রতিপক্ষ হলো ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ইউক্রেনের শাখতার দোনেস্ক ও মালমো। সুইডিশ ক্লাব মালমো অপেক্ষাকৃত দুর্বল দল হলেও বাকি তিনটি ক্লাবই কঠিন প্রতিপক্ষ। তাই নকআউট পর্বে যাওয়ার দৌড়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো যে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচে জেতার জন্যই মাঠে নামি। তবে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বটা রিয়ালের জন্য কঠিনই হয়েছে। কিন্তু আমরা সব বাধা অতিক্রম করে চ্যাম্পিয়ন হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সামনে কী হবে সেটিই দেখার অপেক্ষায় আছি। ’
২০১৩-১৪ মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জয় করে রিয়াল। আর গত মৌসুমে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা। আগামী বছর মিলানের সান সিরোতে রোনালদো-বেল-বেনজেমারা কী শিরোপা পুনরুদ্ধার করতে পারবেন? নাকি অপেক্ষার প্রহরটা আরো দীর্ঘায়িত হবে!
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৫
আরএম